গেরুয়া শিবিরে ভাঙনের ইঙ্গিত! বিপ্লবদেবের বিরুদ্ধে অভিযোগ তুলে দিল্লির দ্বারস্থ মন্ত্রী ও বিধায়করা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের একাধিক মন্ত্রক নিয়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভ নিয়ে এবার দিল্লিতে উপস্থিত হয়েছেন ত্রিপুরার গেরুয়া শিবিরের বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রী।

তাহলে কী হাওয়া ঘোরার আগে নৌকায় পাল দিতে চাইছে গেরুয়া শিবির? এমন হলে ত্রিপুরা থেকেই শুরু হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন।

সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দিল্লিতে উপস্থিত হয়েছেন প্রায় ১৫ জন বিধায়ক। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে তুলে ধরবেন তাঁরা। অভিযোগ, মুখ্যমন্ত্রীর আসনে বসে একাই একাধিক মন্ত্রক নিয়ে বসে রয়েছেন বিপ্লব দেব।

শোনা যাচ্ছে, বিজেপি বিধায়কদের নিয়ে শুক্রবার বৈঠক করবেন জেপি নাড্ডা। আরও বেশ কিছু বিধায়ক এবং গেরুয়া শিবিরের নেতাদের দিল্লি উড়ে যাওয়ার খবরও সামনে আসছে।

এবিষয়ে ত্রিপুরার রাজস্ব বিভাগীয় মন্ত্রী এবং আইপিএফটির প্রধান এনসি দেববর্মার সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। তিনি বলেন, এই মুহুর্তে ত্রিপুরায় বিজেপি এবং আইপিএফটির মিলিত সরকার থাকলেও এটা বিজেপির নিজস্ব বিষয়। এতে আমার কোনও মতামত নেই।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই অন্তঃদ্বন্দ্বের মাঝে জল মাপছেন বিরোধী বামেরা। এবিষয়ে ত্রিপুরার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সিপিআইএম নেতা পবিত্র করের সঙ্গে দ্য কোয়ারি যোগাযোগ করলে তিনি বলেন, এরকম কোনও ব্যপার না। আমরা মানুষের পাশে সর্বদা আছি, থাকব। সরাসরি পাশে না থাকলেও আছি।

তবে গেরুয়া শিবিরের অন্তঃদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, এই বিষয়টা দলীয় ব্যাপার। আমরা রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বারেবারে সরব হয়েছি। লিখিত অভিযোগ জমা দিয়েছি। প্রথমে বলা হয়েছিল কোভিড আক্রান্ত মৃতদের পরিবারকে কেন্দ্র সরকার ৪ লক্ষ টাকা এবং রাজ্য সরকার ৬ লক্ষ টাকা করে দেবে। এখনও অবধি ৩১২ জন মারা গিয়েছেন কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি। এমনকি আক্রান্ত ব্যক্তির পরিবারকে মাথাপিছু ১৫০০ টাকা এবং ত্রাণের কথা বলেছিল সরকার। কিছুই দেওয়া হয়নি। এর ফলে সরকার পক্ষের বিধায়করা সংবাদমাধ্যমের সামনে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই অভিযোগ জানাতেই দিল্লিতে উপস্থিত হয়েছেন হয়তো।

পাশাপাশি কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, এবিষয়ে আমি কিছু বলব না। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়।

সম্পর্কিত পোস্ট