৩ মাস পরও অব্য়াহত ভারত চিন দ্বন্দ্ব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন মাসের অধিক সময় পার। তবুও ভারত এবং চিনের দ্বন্দ্ব সম্পূর্ণভাবে মিটল না। প্যাংগং তাসোর বেশ কিছু এলাকা এখনও অবধি অধিগ্রহণ করে রয়েছেন চিনা ফৌজ।
তাই বৃহস্পতিবার ভারত-চিন সীমান্তের উত্তেজনা কমাতে এবং ডিএসক্যালেশন নিয়ে ১৮ তম বৈঠকে বসতে চলেছে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন এন্ড মেকানিজম।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপ্লোমেটিক লেভেল আলোচনা হতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নবীন শ্রীবাস্তব। চিনের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল পদের অফিসার উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে।
শেষবার ২৪ জুলাই বৈঠকে বসেছিল দুই দেশ। সেখানে সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে বৈঠক হয় দু’পক্ষের মধ্যে। বৈঠকের শেষে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দ্বিপাক্ষিক চুক্তির কথা মাথায় রেখেই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয়েছে চিন।
করোনা আপডেটঃ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৯,৬৫২ জন
কিন্তু তাতেও বরফ গলেনি ডেপ্সাং এবং গোগরার বেশ কিছু এলাকায় রেড আর্মির চলাচলা লক্ষ করা গিয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় বাঙ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুর্ব লাদাখে শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।
বেজিংয়ের ইন্ডিয়ান এম্বাসির তরফে টুইটারে জানানো হয়, পুর্ব লাদাখ এবং ভারত চীন সীমান্ত নিয়ে চিনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরি।
মেজর জেনারেল সি গুয়োই এবং চিনা কমিউনিস্ট পার্টির ডেপুটি ডিরেক্টর লিউ জাংচাওয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। পরপর কয়েক দফায় বৈঠক হয় দু’পক্ষের মধ্যে।
গত কয়েক মাস ধরে ভারত এবিং চিনের মধ্যে বহুবার মিলিটারি এবং ডিপ্লোম্যাট পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে চিনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও আদতে তা ফলপ্রসূ হয়নি।
এমনকি ১৭ বার ডব্লুএমসিসির তরফে বৈঠক করেও লাভ হয়নি। কিন্তু গত মে মাস থেকে চিনের অবস্থান একই রয়েছে।