শিল্পায়নে গতি আনতে গঠন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড, শীর্ষে মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়াকে সহজতর করতে নতুন শিল্প প্রসার পর্ষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ,জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে।

নবান্নে সোমবার মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়। পরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার শিল্পায়নের লক্ষ্যে এক জানালা ব্যবস্থা চালু করলেও বিদ্যুৎ জমি ইত্যাদি নানা রকম সমস্যার জন্য তার গতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত।

তাঁর কথায়, যেখানে ভূমি বিদ্যুৎ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরকেই শামিল করা হয়েছে। যাতে ওই সব দপ্তর এর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে দ্রুত কাজ হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই কমিটিতে তিনি নিজে এবং আরো পাঁচটি দপ্তরের মন্ত্রী এবং ৮ দপ্তরের সচিব থাকছেন বলে পার্থ বাবু জানান।

বঙ্গ সহ ১৫ টি রাজ্যে বিতর্কের আবহেই ‘খেলা হবে দিবস’ পালন করল তৃণমূল

এছাড়া ডাবলু বি আই ডি সি এবং ডব্লিউবি আইআইডিসি- র চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। ওই কমিটির আহ্বায়ক হবেন শিল্পসচিব।শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান ২০১৭ সালে এই ধরনের কমিটি গঠন হয়েছিল। নিয়মিত বৈঠক না হওয়ায় সেই কমিটির কার্যকারিতা হারিয়ে গেছে।

প্রসঙ্গত শিল্পায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধীরাও। একযোগে বাম- কংগ্রেস এবং বিজেপি সরকারে আসার পর থেকে বছরের-পর-বছর বাণিজ্য সম্মেলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

তাদের অভিযোগ, কোটি কোটি টাকা শিল্পপতিদের এনে খরচ হয়েছে। লোকদেখানো মউ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু বাংলায় শিল্পের অগ্রগতি হয়নি । প্রতিবছর দুর্গাপূজা এবং কালী পুজোর মন্ডপে ফিতে কাটতে দেখা যায় মাননীয়াকে। কিন্তু কলকারখানার ফিতে কাটতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

উল্লেখ্য ওয়াকিবহাল মহলের মতে, তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর দিয়েছেন শিল্পায়নে। সেই কারণেই বোর্ড গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে আগামী দিনে শিল্পীর খুঁটিনাটি বিষয়ে তার নজরে থাকে

সম্পর্কিত পোস্ট