সংক্রমণ অব্যাহত লালবাজারে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লালবাজারেও ননস্টপ ভাইরাস সংক্রমণ । এবার ভাইরাসের জালে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদমর্যাদার এক শীর্ষ আধিকারিক ।
বৃহস্পতিবারই ওই আধিকারিকের সংক্রমণ ধরা পড়েছে । গত তিন – চার দিন ধরে তার শরীরে জ্বর রয়েছে । তবে শারীরিক অবস্থা স্থিতিশীল । এই অবস্থায় তিনি বাড়িতেই আইসােলেশনে রয়েছেন ।
একইসঙ্গে তার সংস্পর্শে আসা বেশ কয়েকজন পুলিশকর্মীকেও আইসােলেশনে পাঠানাে হয়েছে এবং তার সংস্পর্শে আসা আধিকারীক ও কর্মীদেরও কোভিড টেস্ট করানাে হবে বলে জানা গেছে ।
লালবাজার সূত্রে খবর , জয়েন্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকের সংক্রমণ ধরা পড়ায় সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে লালবাজারের অন্দরে।
SBSTC-এর তরফে চালু অগ্রিম টিকিট বুকিং সিস্টেম
তার কারণ একজন জয়েন্ট কমিশনার পদমর্যাদার অফিসার পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন ডিভিশনের ডেপুটি কমিশনার , থানার ওসি , গােয়েন্দা দফতরের ইনসপেক্টর সকলের সঙ্গেই মাঝে মধ্যে মুখােমুখি বসে বৈঠক করেন ।
যার ফলে এমন একজনের সংক্রমিত হওয়ায় আশঙ্কা অনেকটাই বেড়েছে । এদিকে সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । তাই এখন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশকর্মীদের সংখ্যা কমাতে বলা হয়েছে।