চার জেলায় সংক্রমনের হার ঊর্ধ্বগামী, জেলা প্রশাসন ও পুরসভা গুলিকে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং বেশ কয়েকটি জেলায় সংক্রমনের হার বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুরসভা গুলিকে সতর্ক করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওইসব এলাকায় বিশেষ নজরদারি এবং কন্ট্রাক্ট ট্রেসিং এর ওপর জোর দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গেছে।

কোনও বিশেষ এলাকায় সংক্রমণ হলে হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে সঙ্গে সঙ্গে সে ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে জেলা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ,হুগলি এবং দার্জিলিং এ সংক্রমণের হার এখনও ঊর্ধ্বগামী। ওইসব জেলাগুলির প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বাইরে থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানো আটকাতে কন্টাক্ট ট্রেসিং এর উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা

পরপর দু’দিন সংক্রমণ উপরের দিকে থাকার পর সোমবারে খানিকটা স্বস্তি মিলল। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে অনেকটা নামল সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

দেশে এখন পর্যন্ত ৭৪ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ কোভিড টিকার ডোজ প্রদান করে, ভারত এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ৫৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ ডোজ টিকা। এপর্যন্ত কোভিড নাইন্টিনের নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ কোটি ৩০ লক্ষ।

সম্পর্কিত পোস্ট