২৪ ঘণ্টায় সংক্রমণ ৯ হাজারের কাছাকাছি, ইতিবাচক ইঙ্গিত বলছেন চিকিৎসকেরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি আরও উন্নত হল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯ হাজারের কাছাকাছি রয়েছে। এখনও অবধি এই পরিসংখ্যান অত্যন্ত ইতিবাচক।

আগামী দিনে সংক্রমণ আরও নেমে যাবে। এই কথা বলা হচ্ছে। গত পাঁচ মাস আগেও গোটা দেশে করোনা ভাইরাস পরিস্থিতি অত্যন্ত দুশ্চিন্তার জায়গায় ছিল। দৈনিক সংক্রমণ ৯০ হাজারের ঘরে অবস্থান করছিল।

তারপর ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হতে থাকে। সংক্রমণ হার নামতে থাকে প্রতি সপ্তাহে। গত দুই মাস যাবত এই সংক্রমণ ১০ থেকে ১৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে এসেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ পাঁচ হাজারের নিচে নেমে যাবে। আশা করা যাচ্ছে।

চলতি মাসে ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরপর ৪ দিন বন্ধ ব্যাঙ্ক

দেশে দ্বিতীয় দফায় টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে সামনের মাসেই। সুস্থ হওয়ার হার প্রায় ৯৮ শতাংশ। এই মুহূর্তে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৪৩ শতাংশ। দৈনিক মৃত্যুর সংখ্যা ৭০ – এর নিচে নেমে গিয়েছে।

এখন বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট প্রভৃতি রাজ্যে করোনার সংক্রমণ অত্যন্ত বেশি ছিল একসময়। কিন্তু এখন প্রত্যেকটি রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।

সম্প্রতি দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্যে মাত্র একজন করোনায় মারা গিয়েছেন। বহু জায়গাতেই করোনার রোগী নেই। হাসপাতাল গুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।

যদিও কেরল ও মহারাষ্ট্র এই দুই রাজ্য নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। এখানে এখনও দৈনিক করোনা ভাইরাস আক্রান্তের সংখা যথেষ্ট বেশি। কিছুতেই এই দুই রাজ্যে সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত পোস্ট