কৃষক আন্দোলনের প্রভাব, পাঞ্জাবের পুরসভা নির্বাচনে বিপুল জয় কংগ্রেসের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাবের পুরসভা নির্বাচনে বিপুল জয় কংগ্রেসের। পাল্টা ব্যাপক হার বিজেপির। হোশিয়ারপুর, কাপুরথালা, আবোহার, পাঠানকোট, বাতালা এবং ভাতিন্দা পুরসভায় জয় কংগ্রেসের। মোগাতে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে আগামীকাল বের হবে মোহালি পুরসভার নির্বাচনের ফলাফল।

রাজনৈতিক মহলের মতে, গত ৮০ দিনের বেশী সময় ধরে চলা দিল্লি উপকন্ঠে কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে নির্বাচনে। ২০২২ এর নির্বাচনের আগে এটাকে টিজার বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

নির্বাচনে কংগ্রেসের ফলাফলে পিছিয়ে পড়েছে বিরোধী শিবিরের শিরোমণি আকালি দল, বিজেপি এবং আম আদমি পার্টি। উল্লেখযোগ্যভাবে পাঞ্জাবের ভাতিন্দা আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস।

কারণ এই লোকসভা কেন্দ্র থেকে শিরোমণি আকালি দলের টিকিটে জয়লাভ করেছিলেন হরশিমরত কৌর বাদল। সম্প্রতি কৃষি আইনের প্রতিবাদে মোদি সরকারের ক্যাবিনেট ছাড়েন তিনি।

বিরোধীদের নেতিবাচক রাজনীতিতে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ কংগ্রেসকে বেছে নিয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখার। ‘ক্যাপ্টেন ফর ২০২২’ খুব শীঘ্রই কংগ্রেস প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী মনপ্রীত সিং বাদল, পাঞ্জাবের অর্থমন্ত্রী। কার্যত বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, এদিনের ফলাফলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগামী দিনে ফলাফল কি হবে?

ওয়াটগঞ্জের সভা থেকে তৃণমূল-বিজেপিকে সরাসরি আক্রমণ অধীরের

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুরসভার ভোট হয়। বুধবার সকালে ১০৯ টি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে। প্রায় ৭১ শতাংশ মানুষ এদিন ভোট পর্বে অংশগ্রহণ করেন। এর মধ্যে বেশ কিছু কেন্দ্রে পুনরায় নির্বাচন হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, দিল্লির উপকন্ঠে কৃষকদের আন্দোলন ইতিমধ্যেই ৮০ দিন ছাড়িয়েছে। ১১ দফা বৈঠকের মেলেনি কোনও সমাধানসূত্র। এবার তার সরাসরি প্রভাব পড়েছে পাঞ্জাবের নির্বাচনের ওপর।

সম্পর্কিত পোস্ট