বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য, দুয়ারে সরকারের ক্যাম্পে থাকছে আলাদা শিবির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী মাসে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এবারের দুয়ারে সরকার শিবিরে বেশকিছু নতুন প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
পুরনো সমস্ত প্রকল্পের পাশাপাশি এবার দুয়ারে সরকার শিবির থেকে নতুন চালু হওয়া মৎস্যজীবী ক্রেডিট কার্ড,হস্তশিল্পী ক্রেডিট কার্ড এবং বয়ন শিল্পী ক্রেডিট কার্ডের মত নতুন প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
অন্যদিকে এবারের দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ দেওয়ার পাশাপাশি দুয়ারে সরকার শিবির থেকে এবার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেখানে যুবক-যুবতীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ ও নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়ার আলাদা শিবির থাকবে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতর এজন্য কাউন্সেলর নিয়োগ করছে।
রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁর দফতর বিভিন্ন পেশাদারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নানা বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করছে। যুবক-যুবতীরা দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিনামূল্যে নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচী তে ভর্তি হতে পারবেন।
বকেয়া পুরভোট হোক ২ দফায়, হাইকোর্টে জানাল কমিশন
ফ্রন্ট অফিসের কাজ, শেফ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুতের কাজ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইনস্ট্রাক্টররা ওই শিবিরে কাউন্সেলারের ভূমিকায় থাকবেন বলে জানা গিয়েছে। এর জন্য তাঁদেরও আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা ও ব্লকস্তরে প্রায় তিন হাজার কাউন্সেলারের তালিকা তৈরীর কাজ ইতিমধ্যে সম্পন্ন। পাশাপাশি জেলা স্তরে পুরো বিষয়টি দেখভালের জন্য একজন করে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কারিগরি শিক্ষাদপ্তর ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। এটির লক্ষ্য হল, যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলা। ‘দুয়ারে সরকার’ শিবিরে দপ্তরের কর্মীরা এই অ্যাপের সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে আলোকপাত করবেন।