লড়াই জেতার এক অনুপ্রেরণা “ক্রিস্টিয়ানো রোনাল্ডো”
বিচিত্র এই মানব জনম আর আরো বিচিত্র তার নানান দিক । কে বলতে পারে কখন কোনো জীবনের বাঁকে এসে জীবন এর একদম নতুন অধ্যায় আসে
অয়ন মিত্র
আজ থেকে ৩৫ বছর আগে কার কথা । পর্তুগালের মূল ভূ খন্ড থেকে ১১০০ কিমি দূরে মাদেইরা দ্বীপে এক গর্ভবতী মহিলা বিয়ার পান করে নিজের সন্তান কে নষ্ট করার চেষ্টা করছেন। এই অনটনের সংসারে তবুও সেই ঘরে জন্মালো এক ফুট ফুটে পুত্র নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো ।
ব্যাস !
ইতিহাসের পাতায় বাকিটা সব টা । ফুটবল বিশ্বের এক অন্যতম সেরা নক্ষত্র । জীবন্ত কিংবদন্তি ।
এত কিছুর পর তাই বোধ করি আরেক টা ইন্টারভিউ তে চাকরি না পেয়ে কোনো এক অফিস বিল্ডিং এর সামনে চায়ের দোকানে সিগারেট ধরানো ছেলে টা “আমার দ্বারা কিচ্ছু হবে না ” এটা বলতে সাহস করে না ।
বিচিত্র এই মানব জনম আর আরো বিচিত্র তার নানান দিক । কে বলতে পারে কখন কোনো জীবনের বাঁকে এসে জীবন এর একদম নতুন অধ্যায় আসে….তাই লালন গেয়েছিলেন “এমন মানব জনম আর কি হবে…”