শীতলকুচির সফর স্থগিত রেখে মাথাভাঙা হাসপাতালে যাবেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন পর্ব শেষ না হওয়া অবধি শীতলকুচিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী বুধবার মাথাভাঙা হাসপাতালে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, হাসপাতালের মাঠে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির জোরাপাটায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়। এরপরেই পরের দিন শীতলকুচি যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে আটকে দেওয়া হয়। “তিন দিন আটকালেও, চার দিনের দিন যাবোই”। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনেই মৃতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
আরও পড়ুনঃ পঞ্চম দফার নির্বাচনে আরও আঁটোসাঁটো নিরাপত্তা
শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তরজা কম হয়নি। শীতলকুচির ঘটনাকে ‘গণহত্যা’ বলে দাবী করেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবীতে সরব হন তিনি।
পাল্টা শীতলকুচির ঘটনায় হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেন, শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল। বিজেপি নেতার বক্তব্যে ৪৮ ঘন্টা তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। একইসঙ্গে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছে কমিশন।