পাহাড়ে আটকে থাকা পর্যটকদের দ্রুত শুকনো খাবার ও ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ

দ্য কোয়ারি ডেস্ক: প্রবল বৃষ্টি(Rainfall) ও ভূমিধ্বসের জেরে দার্জিলিং(Darjeeling) এ বেড়াতে গিয়ে যে সব পর্যটক (tourist)ও স্থানীয় মানুষ আটকে রয়েছেন রাজ্য প্রশাসনের তরফে তাদের কাছে দ্রুত শুকনো খাবার ও ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাইরে বেরোনর ঝুঁকি না নিয়ে পর্যটকরা যেন হোটেলেই থাকেন সেই ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক(mobile phone network) বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলা প্রশাসনকে হোটেল, ট্যুর অপারেটর ও পর্যটনের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।

যে সব জায়গায় রাস্তা আটকে গিয়েছে সেখানে দ্রুত রাস্তা পরিষ্কার করার কথাও বলা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত পন্যবাহী গাড়ী পাহাড়ে ওঠার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা প্রশাসনকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখার কথা বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট