International kolkata book fair 2022 | মুজিব স্মরণে এবারের থিম বইমেলা
৩১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। থিম বাংলাদেশ (Bangladesh)।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বই প্রেমীদের জন্য সুখবর। ২০২২ সালের কলকাতা বইমেলার (Kolkata International Book Fair) দিনক্ষণ ঘোষণা করা হল। জানা গিয়েছে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। থিম বাংলাদেশ (Bangladesh)। সমস্ত রকম কোভিড (Covid Protocol) বিধি মেনেই বইমেলার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে আট দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এ ছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও (International Kolkata Book Fair) শুরু হবে।
আসন্ন পুরসভা নির্বাচন, সংগঠনকে মজবুত করতে ফের ত্রিপুরায় হাজির রাজীব
২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেলার থিম হত বাংলাদেশ। জানা গিয়েছিল বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্যাপন করা হবে। কিন্তু করোনার জেরে জানুয়ারিতেই মেলা সাময়িক স্থগিত করা হয়। কিন্তু সংক্রমণ না কমায় শেষে মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ বার বইমেলা শুরু হওয়ার খবরে খুশি বই প্রেমিরা।