ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত ৬ যাত্রী করোনা পজেটিভ, চরম আতঙ্ক মহারাষ্ট্রে

দ্য কোয়ারি ডেস্ক: ওমিক্রণ নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ এবং ভয়। এবারেও উদ্বেগের শিরোনামে মহারাষ্ট্র। সম্প্রতি কেন্দ্রের তরফে ঝুঁকিপূর্ণ দেশ গুলিকে চিহ্নিত করা হয়েছে। এবার সেখান থেকেই আগত ছয় যাত্রীর করোনা রিপোর্ট এলো পজেটিভ।

বুধবার সকালে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তরফে কথা জানানোর পর এই চূড়ান্ত উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত স্বস্তির খবর হল ওই ছয় ব্যক্তি ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত কিনা তা জানা যায়নি।

সূত্র মারফত জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে তিনজন মুম্বাই কল্যাণ এবং ডোম্বিভালি, মীরা ভায়ান্ডার এলাকার বাসিন্দা। চতুর্থ জন পুনের বাসিন্দা।

কেন্দ্রের তরফে ইতিমধ্যেই যে সমস্ত দেশ গুলিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেগুলি হল ব্রিটেন, ইউরোপের ৪৪ টি দেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ মরিশাস, জিম্বাবয়ে, হংকং, সিঙ্গাপুর, ইসরাইল, বৎসনিয়া, চিন।

ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত ব্যক্তিদের করোনা পরীক্ষা করতে হবে এয়ারপোর্টে। যাদের করোনা রিপোর্ট পজেটিভ আসবে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে। রিপোর্ট নেগেটিভ হলে সমস্ত যাত্রীদের সাতদিনের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। সম্প্রতি তারা তাদের সংস্পর্শে এসে ছিলেন তা জানতে কন্টাক্ট ট্রেসিং শুরু করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট