অক্সিজেন সাপ্লাইয়ে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে, মন্তব্য দিল্লি হাইকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা কারন্তের সংখ্যা। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে দিল্লির হাসপাতালগুলিতে। এমত অবস্থায় অক্সিজেন পরিষেবায় বাধা দিলে ফাঁসি হবে। এমনটাই মন্তব্য করল দিল্লি হাইকোর্ট।

করোনার প্রভাব দেশজুড়ে যত বাড়ছে ততই হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রুগীদের মৃত্যুও হচ্ছে। করোনার এই ব্যাপক প্রভাবকে ‘সুনামী’ বলে ঘোষণা করেছে দিল্লি হাইকোর্ট।

বেশ কয়েকদিন ধরে দিল্লি হাসপাতালগুলিতে চলা অক্সিজেনের অভাবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যা মেটাতে এবার কড়া হচ্ছে দিল্লি হাইকোর্ট। দিল্লিতে এই মুহুর্তে প্রয়োজন ৪৮০ মেট্রিক টন অক্সিজেনের। নাহলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। এমনটাই আদালতের কাছে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এখনও অবধি মাত্র ২৯৭ মেট্রিক টন অক্সিজেনের মিলেছে।

আরও পড়ুনঃ নজরবন্দী করলে কেষ্টকে কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন মমতা

শনিবার এবিষয়ে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে যারা বাধা দিচ্ছে তাঁদের ফাঁসি দেওয়া হবে। এমনকি বিষয়টি অতি সহজে ছেড়ে দেওয়া হবে না বলে জানানো হয়েছে আদালতের তরফে। এমনকি এবিষয়ে কেন্দ্রকে অবগত করা এবং যারা আটকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

এদিন দিল্লি হাইকোর্টে মামলা চলাকালীন কেন্দ্রের তুরফে বলা হয়, সমস্ত রাজ্যই নিজেদের মতো করে অক্সিজেনের ব্যবস্থা করছে। আমরা শুধুমাত্র তাঁদের সাহায্য করছি। আর দিল্লি সরকার সমস্ত কিছু আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। রাহুল মেহরার উদ্দেশ্যে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমি জানি আমার কি করা দরকার। বাচ্ছাদের মতো কান্নাকাটি করবেন না।

উল্লেখ্য, শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জনের মৃত্যু হয়েছে। অক্সিজেনের ঘাটতি মেটাতে আদালতের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট