মরু প্রদেশে ২২ গজের লড়াইয়ের কাউন্টডাউন শুরু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জমে উঠেছে আইপিএল ২০২০। চুড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি লড়াই মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার রাতে জয়লাভ করবে কোন দল? কি বলছে পরিসংখ্যান
এই নিয়ে ষষ্ঠবার আইপিএলের ফাইনালে পা দিল মুম্বই ইন্ডিয়ান্স৷ এর আগে আইপিএলের ফাইনালে পাঁচবার পৌঁছেছিল রোহিত অ্যান্ড কোম্পানি।
তার মধ্যে চারবার জয়লাভ করেছে তাঁরা। এবারের আইপিএলের প্রথম প্লে অফে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে সরাসরি ফাইনালে জায়গা করেন মুম্বই ইন্ডিয়ান্স।
অন্যদিকে এই নিয়ে দুবার প্লে অফে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। দুবারই সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে প্লে অফের দৌড়ে জায়গা করে নেয় শ্রেয়স আইয়ারের দল।
তবে এবারের আইপিএলে লড়াই একেবারে টক্করে টক্করে হয়েছে। কিন্তু ফাইনালে দিল্লির জন্য লড়াই কঠিন হবে বলে মনে করছে ক্রিকেট মহল।
কারণ চলতি আইপিএলে সিজনে এর আগে তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে দিল্লি এবং মুম্বই। এর মধ্যে তিনবারই পরাজিত হতে হয়েছে পান্থ, ধাওয়ানদের।
গ্রুপ লিগের প্রথম ম্যাচে ৫ উইকেটে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারের পর প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্সদের কাছে ৫৭ রানে পরাজিত হয় রোহিত বাহিনী।
কিন্তু এবার রণনীতি বদলে আরও নিজেদেরকে শক্তিশালী করেই মাঠে নামতে চলেছে রিকি পন্টিংয়ের দল৷ ধারাবাহিক অফ ফর্মের দরুণ পৃথ্বী শ এর পরিবর্তে অজিঙ্ক রাহানেকে দলে রাখছে দিল্লি কোচ৷
প্লে অফের মতো মার্কাস স্টনিসকে আগে খেলাতে পারে দিল্লি৷ তবে শ্রেয়স আইয়ার এবং শিখর ধাওয়ানের পারফরম্যান্স ফাইনালে দিল্লির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। রাবাডা, অশ্বিন, নোকিয়া ছাড়াও দলে থাকতে পারেন প্রবীন দুবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covid19-situation-now-in-11month-everyone-stay-carefull-in-festival-season/
এবারেও ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দুর্দান্ত ফর্ম রাখতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে চার ম্যাচ বাইরে থেকেছেন হিটম্যান রোহিত শর্মা।
ফাইনালে নতুন কিছু চমক তার থেকে আশা করাই যায়। একইসঙ্গে কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদব, ইশান কিশান, পান্ডেয়া ব্রাদার্সের মতো ভরসামান ব্যাটসম্যানদের ওপর ভর করে এবারের আইপিএল জয় করতে চাই মুম্বইকাররা।
পরিসংখ্যান অনুযায়ী এর আগে ১২ বার দিল্লির কাছে পরাজিত হয়েছে মুম্বই। পালটা দিল্লির থেকে ১৫ বার জউ ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই শিবির। ফাইনালে টক্করে টক্করে লড়াই আশা করছে ক্রিকেট মহল।
সম্ভাব্য একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সঃ
কুইন্টেন ডি কক, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, ইশান কিশান, কিরন পোলার্ড, হার্দিক পান্ডেয়া, ক্রুনাল পান্ডেয়া, কুন্টার নালে, রাহুল চাহার, যশপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট
দিল্লি ক্যাপিটালসঃ
মার্কাস স্টোনিস, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ, শিমরন হেটমায়ের, আক্সার প্যাটেল, রবীচন্দন অশ্বীন, কাগিসো রাবাডা, এনরিক নোকিয়া এবং প্রবীন দুবে।