আইপিএল২০২০ঃ কতটা তৈরি কেকেআর?

শুভজিৎ চক্রবর্তী

করোনার কারণে চলতি বছরের আইপিএলের ঠিকানা বদলে হয়েছে আরব আমিরশাহীতে। এতে আইপিএলের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তবে এতে সুবিধাই হয়েছে টিম কেকেআরের।

দুবারের চ্যাম্পিয়ন দল গতবার আইপিএলে পাঁচ নম্বরে শেষ করেছিল। এবারে তাই শক্তি বাড়িয়ে মাঠে নামতে চাইছে কিং খানের দল। চলতি সিজনে সবচেয়ে দামী ক্রিকেটার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কেকেআর।

নতুন করে যোগ হয়েছে ইয়োন মর্গান, টম ব্যাটনের মতো শক্তিশালী বিদেশী খেলোয়াড়রা। ভারতীয় নতুন খেলোয়াড়দের মধ্যে প্রথম সারিতে রয়েছে রাহুল ত্রিপাঠি এবং বরুণ চক্রবর্তী।

কিন্তু নতুন প্লেয়ারদের সংযোজনের ফলে গতবারের তুলনায় চলতি সিজনে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে।

শুরুতে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গানকে দলে নেওয়ায় প্রশ্ন উঠেছিল, তবে কি অধিনায়ক পদ থেকে বাদ পড়তে চলেছেন দীনেশ কার্তিক? যদিও সেই জল্পনায় আপাতত জল ঢেলেই অধিনায়ক হিসাবে কার্তিককে বেছে নিয়েছে দল। তবে প্রয়োজন পড়লে দলের দায়িত্বভার মর্গানের ওপর বর্তাতে পারে।

তবে ইয়ন মর্গান এবং প্যাট কামিন্স প্রথম একাদশে থাকলে বাদ পড়তে পারেন লকি ফার্গুসন এবং হ্যারি গার্নি। তবে ১৪ টি ম্যাচে রাসেলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সম্প্রতি সিপিএল খেলে ফিরেছেন রাসেল। শেষের দিকের বেশ কিছু ম্যাচে রাসেলের পার্ফরম্যান্সে ছন্দপতন হতে দেখা যায়। তবে ২০২০ এর আইপিএল জিততে হলে শেষ অবধি কলকাতার উচিত রাসেলকে ব্যবহার করা।

নতুন করে চমকদার পার্ফরম্যান্স মিলতে পারে সুনীল নারিনের থেকেও। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে চার ওভার স্পিনিংয়ের পাশাপাশি আপ অর্ডারে নারিনকে ব্যবহার করবেন দীনেশ কার্তিক। সেক্ষেত্রে নারিনের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে ইয়ন মর্গানকে৷ তবে চার জন বিদেশী খেলোয়াড়ের দৌড়ে টম ব্যানটনের জায়গা হওয়া নিয়ে সন্দেহ রয়েছে।

আইপিএল জেতার প্রধান অস্ত্র হল বেশ কিছু প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়ের উপস্থিতি৷ সেক্ষেত্রে কে নাগারকোট্টি, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, শুভমান গিল, নীতিশ রায়না এবং শিবম মাভির নাম উঠে আসছে। রয়েছেন দীনেশ কার্তিক এবং কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও।

আসন্ন আইপিএলে শুভমান গিলকে আপ অর্ডারে ব্যবহার করতে পারেন দীনেশ কার্তিক। দরকার পড়লে ওয়ান ডাউনে নামতে হতে পারে তাঁকেও। তবে লোয়ার মিডিল অর্ডারে যুতসই নীতিশ রায়না এবং রিঙ্কু সিং।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/scattered-rains-are-likely-in-north-south-24-pgs-in-next-24-hours/

তবে নতুন বলের সঙ্গে লড়াই ভালো দিতে পারবে রাহুল ত্রিপাঠি। সেক্ষেত্রে আগের দিকেই ব্যবহার করার চেষ্টা করবেন স্কিপার।

২০২০ এর আইপিএলে আবু ধাবী কলকাতার হোম গ্রাউন্ড। ৮ টি ম্যাচ খেলতে হবে কেকেআরকে। যেখানে পিচে বল ঘুরলেও বাউন্স করার সম্ভাবনা বেশী। তাই বেশী সতর্কভাবে ব্যবহার করতে হবে কুলদীপ যাদবকে। নারিনের সঙ্গে কুলদীপের ৮০ শতাংশ কলকাতার জয়ের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পেসারে প্রসিদ্ধ কৃষ্ণ এবং প্যাট কামিন্সকে ব্যবহার করতে পারে কেকেআর। মিডিয়ামে আন্দ্রে রাসেলের চার ওভার বিপক্ষকে মাত দেওয়ার জন্য যথেষ্ট।

যদিও এখনই সব বলে দেওয়া সম্ভব নয়৷ তবে এবারের আইপিএলে হট ফেবারিটের তালিকায় রয়েছে শাহরুখ খানের দল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের আসর।

করোনাকে উপেক্ষা করেই বেড়ে চলেছে উত্তেজনার পারদ। মরু প্রদেশে জয় কার হবে? তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

সম্পর্কিত পোস্ট