গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণের নয়া প্যাকেজ চালু করল IRCTC

দ্য কোয়ারি ডেস্ক: আই আর সি টি সি (Irctc) গঙ্গা বক্ষে নতুন প্রমোদ ভ্রমণের প্যাকেজ চালু করছে ।দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা (kolkata)ও তার আশপাশের এলাকার স্থাপত্যশৈলী, সমৃদ্ধ আর্ট গ্যালারি, প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের অন্তর সুত্র রিভার ক্রুজ প্যাকেজের মাধ্যমে দেশ বিদেশের পর্যটকদের (Foreign tourist) সামনে তুলে ধরা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

এই প্যাকেজে কলকাতা, ফুলিয়া, বাঁশবেড়িয়া, চন্দননগরের মতো ঐতিহ্যশালী যায়গাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই রাত-তিন দিনের বিলাসবহুল এই ক্রুজের মাথা পিছু ভাড়া ধার্য করা হয়েছে ৫৫,১২৫ টাকা, দুজনের কেবিনের জন্য পড়বে ৩১,৫০০ টাকা। তবে ৫-১২ বছরের শিশুদের জন্য অতিরিক্ত দিতে হবে ১৫,৭৫০ টাকা করে।

এর সঙ্গে ৫ শতাংশ জিসটি যুক্ত হবে।ক্রুজটি ছাড়বে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের (Howrah botanical garden)জেটি থেকে। ৫ নভেম্বর থেকে এই ভ্রমণ শুরু হবে। তারপর তা নিয়মিত ভাবে চলবে। আইআরসিটি সূত্রে খবর, মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই প্যাকেজ ট্যুরটি সাজানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট