ক্যান্সার যুদ্ধে রিয়েল লাইফে হেরে গেলেন অভিনেতা ইরফান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা লকডাউনের মধ্যেই ফের দুঃসংবাদ। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল ৫৩ বছর।
মঙ্গলবার লকডাউনের মাঝেই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা ইরফান খানকে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে আইসিইউ-তে তিনি চিকিৎসাধীন ছিলেন।
শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান ইরফানের মা সইদা বেগম। লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোক জানান। এরপরই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৫৩ বছরের এই অভিনেতা। অত্যধিক শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
ইরফানের আচমকা প্রয়াণে শোকাহত স্ত্রী সুতপা শিকদার ও ২ পুত্র।
২০১৮ সালে ইরফান সোশ্যাল মিডিয়া মারফত জানান, তিনি নিউরোএন্ডোক্রাইনে আক্রান্ত> বিদেশে চিকিৎসা করিয়ে কয়েক মাস হল দেশে ফিরেছিলেন তিনি। এখানেও তাঁর চিকিৎসা চলছিল।
এর মধ্যেই মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি আংগ্রেজি মিডিয়াম। করোনায় লকডাউনের আগে মুক্তি পাওয়া শেষ বলিউডি ছবিটি মাত্র একদিনই চলে। তারপরেই গোটা দেশ ঘরবন্দি হয়ে পড়ে।
তবে অসুস্থতার কারণে ছবির প্রমোশনে ছিলেন না ইরফান। শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভয়েস নোট রেখেছিলেন তিনি।
ইরফানের খানের আকস্মিক প্রয়ানে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।