বাম-কংগ্রেসের ব্রিগেডে উপস্থিত থাকছে আইএসএফ, জানিয়ে দিলেন আব্বাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বাম নেতৃত্বের সঙ্গে আসনরফা নিয়ে বৈঠক করেন আব্বাস সিদ্দিকি। সেখানে স্থির হয় এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফের জন্য ৩০ টি আসন ছেড়েছে বামেরা। যাতে সন্তুষ্ট হয়েছেন আব্বাস সিদ্দিকি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি স্পষ্ট করেন, ২৮ তারিখের ব্রিগেডে উপস্থিত থাকবেন তাঁরাও। তবে ব্রিগেডের সভামঞ্চে আব্বাস থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।

এদিন সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকি বলেন, বামেদের সঙ্গে ৩০ টি আসন নিয়ে আলোচনার নিষ্পত্তি হয়েছে। এখনও ৩ থেকে ৪ টি আসন নিয়ে আলোচনা চলছে। তবে কংগ্রেসের সঙ্গে আলোচনা জারি রয়েছে বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। দ্রুত আলোচনার জন্য কংগ্রেসকে চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “চলো ব্রিগেড চলো”, ফ্ল্যাশ মব এবং গানের সুরে ব্রিগেডের অভিনব প্রস্তুতি

এর আগে নির্বাচনে লড়াইয়ের জন্য ৭০ থেকে ৮০ টি আসনের দাবী করেন আব্বাস। সেইমতো গত কয়েকদিন ধরে চলছে একাধিক বৈঠক। বৈঠকে ৩০ টি আসন ছেড়েছে বামেরা। এই প্রথমবার নন্দীগ্রাম আসনে লড়াই করছেন না বামেরা। সেই জায়গায় নিজের পরিবারের কোনও সদস্য প্রার্থী করতে পারেন আব্বাস সিদ্দিকি।

তবে মিমের সঙ্গে আব্বাস সিদ্দিকির বৈঠক জোটের ক্ষেত্রে জটিলতা তৈরি করবে না তো? এর জবাবে আব্বাস সিদ্দিক্কি জানিয়েছেন, সেবিষয়েও আলোচনা চলছে। বিহারের মতো যাতে না ভুল হয়ত সেদিকে নজর রাখার জন্য বাম-কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট