প্রথম সিজনের জন্য কতটা তৈরি এসসি ইস্টবেঙ্গল?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহের মধ্যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। অন্যান্যবারের তুলনায় এবারের আইএসএলে নয়া চমক এসসি ইস্টবেঙ্গল। কেমন হবে এই দল? ভারতীয় এবং বিদেশী খেলোয়াড়ের সংমিশ্রণে কি রণনীতি হবে কোচ রবি ফ্লাওয়ারের? শুরুর আগে দেখে নেওয়া যাক গঙ্গাপাড়ের প্রথম একাদশ।

অভিজ্ঞ এবং ফ্রেশ প্লেয়ারদের সংমিশ্রণে এখন থেকে প্রথম একাদশ বেছে নিতে চান ফ্লাওয়ার। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে অনুশীলন পর্বে খেলার পর আইএসএল সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন এসসি ইস্টবেঙ্গল অভিভাবক। তবে প্রথম একাদশে অ্যান্টনি পিলক্লিন্টন, জ্যাকস ম্যাঘোমা, মাট্টি স্টেইনম্যান, ড্যানিয়েল ফক্স এবং স্কট ন্যাভিল দের মতো ফাস্ট ক্লাস প্লেয়ারদের প্রথম একাদশে রাখতে চলেছে ইস্টবেঙ্গল।

প্রথম একাদশে গোলকিপার হিসাবে থাকছেন মিরশাদ মিচু। ২৬ বছর বয়সী এই গোলকিপার লাল-হলুদ শিবিরের জন্য প্রধান অস্ত্র হবে। এছাড়াও বিশেষ নজর থাকবে দেবজিত মজুমদার, রফিক আলি সর্দার, শঙ্কর রায়ের দিকে। তবে এদের মধ্যে প্রথমেই থাকছেন মিরশাদ।

ডিফেন্সের তালিকায় প্রথম উঠে আসছে ড্যানিয়েল ফক্স। দুর্ধর্ষ এই ইংলিশ ডিফেন্ডার লাল হলুদ শিবিরের প্রধান অস্ত্র। তাঁর অভিজ্ঞতা এবং স্কিলকে কাজে লাগিয়ে শুরুতেই বাজিমাত করতে চায় ইস্টবেঙ্গল। সেইসঙ্গে সেন্টার ব্যাকে থাকা অস্ট্রেলিয়ান তারকা স্কট নেভিলের সঙ্গে তাঁর ড্যানিয়েলের জুটি অন্যান্য দলের ঘাম ছোটাতে পারে। পাশাপাশি উইংয়ের দায়িত্বে থাকবেন লালরামচুলোভা এবং সামাদ আলি মল্লিক। শুধুমাত্র নিজেদের দুর্গ পাহাড়া দেওয়া নয়, প্রতিপক্ষের দুর্গেও আক্রমণ শানাতে পারদর্শী চারজনের জুটি।

ফরোয়ার্ড ব্যাকে স্টেইনম্যান এবং মহম্মদ রফিককে রাখতেই হবে কোচ ফ্লাওয়ারকে। যদিও স্টেইনম্যান এবং রফিক দুজনেই মিডফিল্ড সামলানোর পাশপাশি প্রতিপক্ষকে আটকাতেও সাহায্য করবে।

মাঝমাঠে লড়াইয়ের জন্য সেন্ট্রাল মিডফিল্ডার ইগুয়েনসন লিংডোকে বেছে নেবে লাল হলুদ শিবির। জ্যাকস মাঘোমা মাঝমাঠের লেফট উইংয়ে থাকলে, রাইট উইংয়ে থাকছেন অ্যান্টনি পিলক্লিন্টন। বিশেষজ্ঞদের ধারণা পিলক্লিন্টনকে দ্বিতীয় স্ট্রাইকার হিসাবে ব্যবহার করলে নতুন কিছু হবে না। কারণ এর আগে বহু ম্যাচে মিডফিল্ড থেকে আক্রমণ শানাতে দেখা গিয়েছে তারকা খেলোয়াড়কে।

ভারতীয় তারকা এবং গোলমেশিন জেজে লালপেখুলা এবারের ইস্ট বেঙ্গলের অন্যতম অস্ত্র। গত বছর মাঝামাঝি সময়ে গোড়ালিতে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে মিজো স্লাইনপারকে। এবার নতুন ফর্মে ফিরে তাঁর আক্রমণ আরও ধারালো হতে পারে। মিডফিল্ডের পিলক্লিন্টন এবং মাঘোমার সঙ্গে কতটা জমাতে পারেন এই ভারতীয় তারকা? নজর থাকবে ফুটবল মহলের।

সম্পর্কিত পোস্ট