যুদ্ধবিরতি ঘোষণা, জয়োল্লাস গাজায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় দু’ সপ্তাহ ধরে অশান্ত হয়েছিল গাজা ভুখণ্ড। ১১ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল এবং গাজা নিয়ন্ত্রণগোষ্ঠী হামাস৷ এই ঘোষণার পর থেকেই শুক্রবার থেকেই মানুষের মধ্যে উল্লাস দেখা গিয়েছে।
ইজরায়েল মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই দেশের সংবাদমাধ্যমগুলির সূত্রে খবর। যুদ্ধবিরতি ঘোষণার পর এই জয়কে নিজেদের জয় বলে ঘোষণা করেছেন এক হামাস নেতা।
গাজার দ্বিতীয় সিনিয়র নেতা খালিল আল হাইয়া ‘বিজয়ের জয়োচ্ছ্বাস’ বলে দাবী করছেন। সেইসঙ্গে দুই পক্ষের সংঘর্ষে বহুতলগুলি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তা পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
বিগত দুই সপ্তাহ ধরে ইজরায়েলের সমস্যা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে৷ গোটা বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা কম হয়নি। ইজরায়েল এবং গাজার মধ্যে মুখ্য ভূমিকা নিয়েছে মিশর। এগিয়ে আসে গাজার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠি ইসলামিক জিহাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে একমত হয়েছে সমস্ত পক্ষ৷
মে ১০ তারিখ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ১১ দিন ধরে হামাস এবং ইজরায়েলের সংঘর্ষে ২৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬৫ জন শিশু৷ আহত হয়েছেন প্রায় দুই হাজার জন। হামাসের দাবী ইজরায়েলের হামলায় বিরাট এলাকা ধ্বংস হয়ে গেছে৷ মাথা গোঁজার জায়গা নেই অনেকের৷ প্রায় ১২ হাজার মানুষ এই মুহুর্তে ঘরছাড়া হয়েছে বলে জানা গিয়েছে।
পালটা ইজরায়েলের তরফে দাবী করা হচ্ছে, হামাস এবং অন্যান্য ইসলামপন্থী সংগঠন ৪ হাজারের অধিক রকেট ব্যবহার করেছে। যার অধিকাংশ আয়রন ডোম ব্যবহার করে ধ্বংস করা গিয়েছে। ইজরায়েলি রকেটে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে।
আল-আকসা মসজিদে প্যালেস্তাইন সমর্থক এবং ইজরায়েলের পুলিশের সংঘর্ষের পরেই গোটা এলাকা রণক্ষেত্রে হয়ে ওঠে৷ জেরুজালেমের উদ্দেশ্যে রকেট ব্যবহার করতে শুরু করে হামাস৷