আগামী কয়েক দশক ধরে বিজেপিকে নির্মূল করা সম্ভব নয়, প্রশান্ত কিশোরের বক্তব্য ঘিরে জল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী কয়েক দশকের জন্য বিজেপি কোথাও যাচ্ছে না৷ রাহুল গান্ধীর সমস্যা হচ্ছে এটা উনি বুঝতে পারছেন না।

বিজেপি ক্ষমতায় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে বিজেপির বর্তমান অবস্থা কংগ্রেসের স্বাধীনতা লাভের পরের মতোই।

বুধবার গোয়ার একটি অনুষ্টানে নির্বাচনী স্ট্র‍্যাটেজিস্ট বলেন, ক্ষমতায় থাকুক আর নাই থাকুক আপাতত কয়েক দশক অবধি বিজেপিকে নির্মূল করা সম্ভব নয়৷ বিজেপি কোথাও যাচ্ছে না।

কারণ, এই মুহুর্তে দেশের ৩০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় তাঁরা এসেছে। তাই এত সহজে নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এই ভুল ধারণার মধ্যে না থাকাই ভালো যে মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে৷ হয়তো মানুষ মোদিকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু বিজেপি কোথাও যাচ্ছে না। কোনও তাড়াহুড়ো নেই৷ বিজেপি এখন থাকছে।

প্রশান্তের সংযোজন, রাহুল গান্ধী মনে করছে মানুষ মোদিকে ছুঁড়ে ফেলে দেবে। সেটা এত সোজা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতা সম্পর্কে অবগত হলে তবেই পরাজিত করা সম্ভব।

প্রশান্ত কিশোরের বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে৷ রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের বিরুদ্ধে এহেন সরাসরি আক্রমণ প্রমাণ করছে প্রশান্তের সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের দুরত্ব আরও বাড়তে শুরু করেছে।

২০১৪ সালে কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে মোদি সরকারের আগমনের পিছনে বিরাট হাত ছিল প্রশান্ত কিশোরের৷ এখন ২০২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই শুরু করেছে বিরোধী শক্তি৷

তার কারিগর রয়েছেন প্রশান্ত কিশোর৷ প্রশান্ত কিশোরের বক্তব্যও কী আগামী দিনে জোটের প্রতিটি বিশেষ বার্তা দেবে? আলোচনা বিস্তর৷

সম্পর্কিত পোস্ট