সিপিএমের ব্যাটন কার হাতে যাবে তা ঠিক হবে আজ‌ই

দ্য কোয়ারি ডেস্ক: মহেন্দ্রক্ষণে এসে দড়ি টানাটানি জমে উঠেছে। কে হবে সিপিএমের নতুন রাজ্য সম্পাদক তা নিয়ে কৌতুহল সর্বত্র। মূল লড়াই শ্রীদীপ ভট্টাচার্য ও মহম্মদ সেলিমের মধ্যে। তবে আভাস রায়চৌধুরী, সুজন চক্রবর্তী ও শমীক লাহিড়ীর নাম‌ও রাজ্য সম্মেলনে আগত প্রতিনিধিদের মধ্যে ঘোরাফেরা করছে বলে খবর।

সিপিএমের তিনদিনব্যাপী রাজ্য সম্মেলন শেষ হচ্ছে বৃহস্পতিবার। এদিন দুপুরের মধ্যেই পরবর্তী রাজ্য সম্পাদক বেছে নেওয়ার কথা। মূল লড়াই তাত্ত্বিক নেতা শ্রীদীপ ভট্টাচার্যের সঙ্গে দলের সংখ্যালঘু মুখ মহম্মদ সেলিমের। তবে সিপিএম সূত্রের খবর নতুন রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে আছেন শ্রীদীপ।

এদিকে সিপিএমের রাজ্য সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের মধ্যে সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী ও আভাস রায়চৌধুরীর নাম‌ও ঘোরাফেরা করছে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতরা কাকে চাইছেন। কারণ একের পর এক নির্বাচনী বিপর্যয়ের ফলে বাংলার নেতাদের মত খুব বেশি গুরুত্ব নাও পেতে পারে।

সেক্ষেত্রে সর্বভারতীয় সিপিএম যাকে রাজ্য সম্পাদক হিসেবে চাইবেন তিনিই বাংলা পার্টির মাথায় বসবেন। রাজ্য কমিটি নিয়েও যথেষ্ট কৌতুহল আছে। তবে রাজ্য সম্পাদকমণ্ডলী এখন‌ই গঠিত হবে না বলে খবর। সর্বভারতীয় সম্মেলনের পর রাজ্য কমিটির সদস্যদের মধ্য থেকে রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি করা হবে।

সম্পর্কিত পোস্ট