তুরস্ককে তিন গোলে হারিয়ে ইউরোর ইতিহাস গড়ল ইতালি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মহামারির ঢেউ কাটিয়ে শুরু হয়েছে ইউরো কাপ। ভারতীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে মধ্যমণি হয়েছিল রোমের স্টাডিও অলিম্পিকো স্টেডিয়াম। ২৫ শতাংশ দর্শকের উপস্থিতির সত্ত্বেও উত্তাপ ছড়িয়েছিল গোটা বিশ্বে। প্রথম ম্যাচেই তুরস্ককে ৩-০ গোলে পরাজিত করে ইতিহাস গড়ল ইতালি।
শুরু থেকেই ম্যাচের হাল নিজেদের হাতে রেখেছিল জায়ান্ট দল৷ কিন্তু প্রথমার্ধে খাতা খুলতে পারেনি তাঁরা । কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৫ মিনিটের মাথায় ইটালিয়ান স্ট্রাইকার বেরারদির দুরপাল্লার শট আটকাতে ব্যর্থ হয় তুরস্কের ডিফেন্ডার ডেমিরাল। তাঁর গায়ে লেগেই বল জালে জড়িয়ে যায়। প্রথম গোলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইতালি। ৬৬ মিনিটের মাথায় ইমমোবিলের গোল আরও এগিয়ে দেয় ইতালিকে। ধীরে ধীরে তুরস্কের ডিফেন্স আলগা হতে শুরু করে৷
৭৯ মিনিটে ম্যাচের বক্সের ভিতর থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন লরেঞ্জো ইনসিগ্নে । ইউরো কাপের প্রথম ম্যাচে সর্বাধিক গোল করে ইতিহাস গড়ল ইতালি। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট ঝুলিতে পুড়ল তাঁরা।