রাজ্য সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জহর সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার আজ রাজ্য সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দুপুরে বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি নিজের মনোনয়ন পত্র তুলে দেন।

তৃণমূল কংগ্রেস দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর বাবুকে প্রার্থী করেছে। আগামী ৯ অগস্ট একই দিনে ওই আসনে উপ নির্বাচন এবং ফল ঘোষণা হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল সূত্রে খবর জহর বাবুর জন্য চারটি আলাদা মনোনয়ন তৈরিকরা হয়েছেয যাতে কোনও কারণে একটি মনোনয়ন বাতিল হলেও তাঁর প্রার্থীপদ নিয়ো কোনও সংশয় তৈরির অবকাশ না থাকে।

‘সিজ ফায়ার করো, আদমী মর গেয়া’, অসম পুলিশকর্তার আবেদনের পরেও চলেছে গুলি

জহরবাবুর মনোনয়ন পত্রে দশজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় মঙ্গলবারই জানান, ‘বিধানসভায় আমাদের ২১২ আসন রয়েছে। যার মধ্যে ১০ জন বিধায়কের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হচ্ছে জহর বাবুকে। কোনও ভুলভ্রান্তি যাতে না হয়, তাই একাধিক মনোনয়ন রয়েছে।’

তৃণমূলের তরফে এই সুযোগ দেওয়ার জন্য দলনেত্রীকে আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইএএস জহর বাবু। তিনি জানিয়েছেন, এই কেন্দ্রের নানা নীতির বিরুদ্ধে রাজ্যসভায় আওয়াজ তুলবেন তিনি।

সম্পর্কিত পোস্ট