West Bengal Election: হাসপাতালের বেডে শুয়ে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফেব্রুয়ারি মাসে নিমতিতা স্টেশনের বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। কিন্তু তার পরেও জাকির হোসেনের ওপর আস্থা রেখে প্রার্থী করেছে দল। আর হাসপাতাল থেকেই এবার জঙ্গিপুরের মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।

তিনি বলেন, “আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনাদের পাশে আছি। খুব তাড়াতাড়ি ফিরব। মনোনয়নপত্র দাখিল করব”। একইসঙ্গে কৃতজ্ঞতা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী নির্মল মাঝির প্রতি।

ভিডিওতে বিদায়ী মন্ত্রী বলেন, “আমার দাদা ফিরহাদ হাকিম খোঁজ নিয়েছেন। নির্মল মাজি বারবার খোঁজ নিয়েছেন। তাঁদের কাছে কৃতজ্ঞ। ডাক্তারদের এত ভালো ব্যবহার, নার্সদের এত ভালো ব্যবহার অকল্পনীয়। মুখ্যমন্ত্রী সবটাই করেছেন। এটাকে কৃতজ্ঞতা বলব না। তিনি বাংলার মা, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হোন।

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে গুরুতর জখম হন জাকির হোসেন। বিস্ফোরণে তাঁর বা পা সহ একাধিক জায়গায় আঘাত লাগে। প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি।

এলাকায় জনপ্রিয় নেতা বলে পরিচিত জাকির হোসেন সর্বদা মানুষের পাশে থেকেছেন। বন্যা এবং করোনাকে উপেক্ষা করেই মানুষের পাশে থেকেছেন তিনি। এখন জঙ্গিপুরে নির্বাচনী এজেন্ট হিসাবে রয়েছেন জাকির ঘনিষ্ঠ মন্টু রহমান এবং ইয়াকুব আলি।

ঘটনার তদন্তভার বর্তেছে এনআইএর কাঁধে। দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার পিছনে জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট