জলপাইগুড়িতে নতুন করে করোনা আক্রান্ত ১৫

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল থেকে করোনা জয় করে ২০ জন বাড়ি ফিরলেন।

অন্যদিকে এদিন নতুন করে করোনাতে আক্রান্ত হল ১৫ জন। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতর। সাধারণ মানুষের উদ্দেশে স্বাস্থ্য দফতর জানিয়েছে  আতঙ্ক ও ভয়ের কিছু নেই করোনা নিয়ে। সঠিক সময়ে চিকিৎসা পেলে সকল রোগী সুস্থ হয়ে উঠবেন।

স্বাস্থ্য দফতরের দাবি,

  • উত্তরবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছেন বুধবার পর্যন্ত ৯৯৫ জন।
  • তারমধ্যে ৪৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
  • মোট একটিভ কেস রয়েছে ৫০৭ জন।
  • এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের।
  • করোনা পরীক্ষা করা হয়েছে এখনো পর্যন্ত ৫৮ হাজার ১৮০ জনের।
  • মোট কোয়ারেন্টিন সেন্টার রয়েছে ৭৬৩টি।
  • মোট বেড রয়েছে ৬৩ হাজার ৫৬ টি।
  • হোম কোয়রেন্টিন রয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ১৩৩ জন।
  • এছাড়াও রয়েছে পেইড কোয়রেন্টিন সেন্টার।

বাগদার সিন্দ্রানী পঞ্চায়েত তৃণমূলের দখলে, বিজেপির ২ সদস্য যোগ দিলেন তৃণমূলে

প্রত্যেক জেলাতে পিপিই কিট ও এন ৯৫ মাস্ক পর্যাপ্ত পরিমানে রয়েছে বলে জানালেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা বিশেষ অফিসার চিকিৎসক সুশান্ত রায়।

তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে ১৫ জন পজিটিভ রয়েছেন করোনায়। ছাড়া পেয়েছেন ২০ জন।  এছাড়া ২৩০ রিপোর্ট নেগেটিভ এসেছে।

স্বাস্থ্য দফতরের প্রস্তুত কোভিড মোকাবিলার জন্য। প্রত্যেক জেলাকে বলা হয়েছে  সাত হাজার এন ৯৫  মাস্ক ও ৬ হাজার পিপিই কিট বাফার স্টক হিসেবে মজুত রাখতে। এই স্টকে হাত দেওয়া যাবে না।”

সম্পর্কিত পোস্ট