ফের ঘাসফুলে প্রার্থী কাঁটা, পুরভোটে লড়তে চান মোহন বসু ; টিকিট নিয়ে ধোঁয়াশা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারেও পুরভোটে লড়তে চান জলপাইগুড়ি পুরসভার নির্বাচিত বোর্ডের বিদায়ী চেয়ারম্যান মোহন বসু। তাঁর অসুস্থতা ভোটে লড়া নিয়ে জল্পনা বাড়িয়েছিল। সেই সঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের গোষ্ঠী বিন্যাসেও মোহন বসুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল।

দলের প্রতিষ্ঠা দিবসে তাঁকে দলের কর্মীদের সঙ্গে আলোচনা ও নির্বাচনী কথাবার্তা বলতে দেখা গেল। মোহন বললেন, “আমি সুস্থ। ১৮ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়তে চাই।” শহরের টাউন স্টেশন লাগোয়া দুই নম্বর ঘুমটির তৃণমূল পার্টি অফিসে বসেই মোহন বসু ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। দল টিকিট না দিলে নির্দল লড়বেন কিনা তা নিয়ে তিনি ভাবনাচিন্তা করেননি বলে দাবি করেছেন তিনি।

West Bengal Government on Omicron: বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সন্ধ্যের পর বন্ধ লোকাল

যদি ১৮ নম্বর ছাড়া অন্য কোনও ওয়ার্ডে দল তাঁকে প্রার্থী করে দল সেই প্রশ্নে উত্তরে মোহন বসু জানান, “শহরের যে কোনও ওয়ার্ডে দাঁড়িয়ে জিতে আসতে পারি। তবে দলের অনেকে চাইছেন যাতে আমি প্রার্থী না হই। এটা ভুল হবে।”

২০০৩ সাল থেকে মোহন বসু জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। কংগ্রেস ছেড়ে অনুগামীদের নিয়ে দলে যোগ দেওয়ার পরেই তৃণমূল প্রথম জলপাইগুড়ি পুরবোর্ডের ক্ষমতায় আসে। গত পুরভোটেও তাঁকে মুখ করে ভোটে লড়েছিল তৃণমূল।

সম্পর্কিত পোস্ট