ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, খতম ৩ জঙ্গি

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শোপিয়ান জেলার ফেরিপোরা এলাকার ঘটনা। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। তবে তল্লাশি জারি রয়েছে। অন্যদিকে ইমামসাহিব এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত ৩৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তারক্ষীরা৷ গোটা এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তারক্ষীদের উপস্থিতির আঁচ পেয়েই হামলা চালায় জঙ্গিরা। এখনও অবধি গুলির লড়াই জারি রয়েছে।

গত সপ্তাহে ৪৮ ঘন্টায় জঙ্গিদের গুলিতে ৫ জনের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে বিগত ৩৬ ঘন্টায় ৫ম দফায় এনকাউন্টার অভিযান চালালো নিরাপত্তারক্ষীরা৷

অন্যদিকে, সোমবার রাতে ইমামসাহিবে ৩ জঙ্গিকে খতম করে নিরাপত্তাকর্মীরা। পুলিশ সূত্রে খবর, তিন জনকেই আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু কেউ রাজি হয়নি।

এর মধ্যে একজন, মুখতার সাহা, বিহারে বীরেন্দ্র পাসোয়ানের হত্যার জন্য দায়ী। প্রত্যেকেই লস্কর-ই-তৈবার কর্মী বলে জানা গিয়েছে। আরও একজনের নাম ইমতিয়াজ আহমেদ ডর। ট্যাক্সি ড্রাইভার মহম্মদ সাইফ লোনের হত্যার জন্য দায়ী সে। ঘটনাস্থল থেকে একাধিক তথ্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট