উত্তপ্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে নিহত ৪ জওয়ান

দ্য কোয়ারি ওয়েবডেস্ক :  পুঞ্চ রাজৌরিতে ফের জঙ্গিদের গুলিবর্ষণে উত্তপ্ত উপত্যকা। ফের জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন চার ভারতীয় সেনা। গত কয়েক দিন ধরে ক্রমাগত উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা। পুঞ্চ রাজৌরির জঙ্গলে চলা এই অভিযানকে কেন্দ্র করে ।

আজ নিয়ে পঞ্চম দিন অতিক্রম করল এই জঙ্গি দমন অভিযান। সব মিলিয়ে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন মোট ৯ জন জওয়ান ।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই পুঞ্চের এই জঙ্গলে এক জঙ্গি হামলার ঘটনার খবর সামনে এসেছিল। আর তারপর থেকে ভারতীয় সেনা জঙ্গিদের উদ্দেশ্য ক্রমাগত অভিযান চালিয়ে যায় । সেখানেই জঙ্গিদের গুলিতে ইতিমধ্যেই নিহত হয়েছিলেন আরও পাঁচ ভারতীয় সেনা।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্রনাথ জানিয়েছেন, পুঞ্চের মেন্ধর জেলায় নর খাস এলাকার গভীর জঙ্গলে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক এবং জাওয়ানরা।

আর সেই সময় দুই ভারতীয় সেনা জঙ্গিদের গুলিতে নিহত হন । তাদের মধ্যে সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ শহিদ হন। তারা জঙ্গী নিকেশের এই অভিযানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছিলেন ।

মূলত জঙ্গল এলাকায় জঙ্গিদের আস্তানার খোঁজে এই অভিযান চালাচ্ছিলেন ভারতীয় সেনারা। তবে জঙ্গল এলাকা হওয়ার কারণে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় ভারতীয় সেনাদের।

সম্পর্কিত পোস্ট