লকডাউনের মাঝেই জম্মু-কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, শহীদ ৫ ভারতীয় সেনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর। সেনা জঙ্গি গুলির লড়াইতে শহীদ হয়েছেন ৫ সেনাকর্মী। যাদের মধ্যে রয়েছেন দু’জন উচ্চপদস্থ আধিকারিক।
Top Lashkar-e Taiba commander Haider from Pakistan killed in Handwara encounter: IG Kashmir Vijay Kumar pic.twitter.com/OY8YeYMAWQ
— ANI (@ANI) May 3, 2020
সূত্রের খবর, খতম ২ জঙ্গিও।
ঘটনায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Tributes to our courageous soldiers & security personnel martyred in #Handwara. Their valour & sacrifice will never be forgotten. They served the nation with utmost dedication & worked tirelessly to protect our citizens. Condolences to their families & friends: PM Narendra Modi pic.twitter.com/GRQIeWtHfO
— ANI (@ANI) May 3, 2020
শনিবার সন্ধ্যেবেলা গোপন সূত্রে কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গি আশ্রয়ের খবর পাওয়া যায়। এরপরই সেখানে জঙ্গি নিকেশের অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। রবিবার ভোররাতে জঙ্গিদের গুলিতে শহীদ হন ৫ জওয়ান। সেনার পাল্টা প্রত্যুত্তরে নিকেশ করা হয় ২ জঙ্গিকে।
Inspector-General of Police Kashmir, Sector Comdr, Deputy Inspector General North Kashmir & Superintendent of Police Handwara paid tribute to our heroes at Langate #Handwara: Kashmir Zone Police pic.twitter.com/lkkJuSlFwO
— ANI (@ANI) May 3, 2020
জম্মু কাশ্মীর পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে লকডাউনের মধ্যেই কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়ার চাঞ্জমুল্লায় একটি বাড়ির বাসিন্দাদের পণবন্দি করে রাখার খবর পাওয়া যায়। গোপন সূত্রে খবর পাওয়ার পরই শনিবার দুপুরে যৌথ অভিযান চালায় জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা।
উল্লেখ্য, জম্মু কাশ্মীর পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রবিবার পণবন্দী নাগরিকদের সফল ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে লকডাউনের মাঝেই কাশ্মীরের একাধিক জায়গায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা আত্মঘাতী হামলার ছক কষছে।
সেকথা মাথায় রেখেই উপত্যকা জুড়ে চলছে কড়া নজরদারি। হান্দওয়াড়ায় এখনো জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে।
লকডাউনের মাঝেই এই নাশকতা মূলক ঘটনার পরই আমরা যোগাযোগ করেছিলাম সুরানকোটের প্রাক্তন কংগ্রেস বিধায়ক চৌধুরী মহম্মদ আক্রমের সঙ্গে। গোলাগুলির ঘটনায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ ফের বিবেচনার আর্জিও জানান তিনি।