অলিম্পিকের মাঝেই জরুরি অবস্থা বাড়ল জাপানে, নামল সেনা

করোনা ছড়াচ্ছে হু হু করে। চিন্তিত হু

দ্য কোয়ারি ডেস্ক: আশঙ্কা সত্যি হলো। অলিম্পিক আয়োজনকারী দেশ জাপানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেল। বিবিসি জানাচ্ছে, জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর টোকিওতে জরুরি অবস্থার পরিধি আরও বাড়ানো হচ্ছে। রাজধানী টোকিও শহরে আশেপাশের এলাকায় নেমেছে সেনা।

জাপানে এই প্রথমবারের মতো একদিনে ১০ হাজারেরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের এক তৃতীয়াংশের বেশি শনাক্ত হয়েছেন অলিম্পিক নগরী টোকিওতে।

রেকর্ড সংখ্যক মানুষকে এই ভাইরাসে আক্রান্তের জন্য মূলত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়্যান্টকে দায়ী করা হচ্ছে। টোকিওতে টানা তিনদিন সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছেন।

বিবিসি জানাচ্ছে, জাপান ও চীনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দুই দেশে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। চীনের উহান শহরে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার দেড় বছরেরও বেশি সময় পর আরো কয়েকটি শহরে নতুন করে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।

এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে লকডাউন সফল করতে ডেকে পাঠানো হয়েছে সেনাকে। করোনা মহামারি নিয়ন্ত্রণে দেশটি এক সময় বেশ সফল হয়েছিল।

সম্পর্কিত পোস্ট