আসামীকে দিয়ে কসবায় ভোট করাতে চাইছেন জাভেদ খান, অভিযোগ তুললেন শতরূপ ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কসবা বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খানের বিরুদ্ধে অভিযোগ তুললেন সিপি(আই)এম প্রার্থী শতরূপ ঘোষ।

অভিযোগ, কসবা বিধানসভা এলাকায় বিশ্বজিৎ পোদ্দার নামে এক ব্যক্তি খুনের অভিযোগে জেলে ছিলেন। কয়েকদিন আগে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ কসবা এলাকায় প্রবেশ করতে পারবেন না তিনি।

আরও পড়ুনঃ West Bengal Election: কাউন্টডাউন শেষ, রাত পোহালেই নির্বাচন ৩০টি আসনে

এদিন একটি ছবি প্রকাশ করে শতরূপ বলেন, গত ১০ মার্চ একটি দলীয় সভায় তাঁকে নিয়ে সভা করে কসবায় ভোটের দায়িত্ব তুলে দেন তৃণমূল প্রার্থী জাভেদ খান। অভিযোগ, ১৫ বছর ধরে বিধায়ক থাকার পর কোটি কোটি টাকা উপার্জন করে ভোটের দায়িত্ব একটি আসামীর হাতে তুলে দিচ্ছেন।

একইসঙ্গে এদিন একটি ভিডিও প্রকাশ করেন সিপি(আই)এম প্রার্থী। সেই ভিডিওতে বেশ কয়েকজনকে বিপুল সংখ্যক নোটের বান্ডিল গুনতে দেখা যায়। ভিডিওতে ধর্মেন্দ্র সিং এক ব্যক্তি তৃণমূল প্রার্থী জাভেদ খানের ঘনিষ্ঠ বলে দাবী করেছেন তিনি। একইসঙ্গে কোকেনকাণ্ডে জড়িত বিজেপি নেতা রাকেশ সিংয়ের আত্মীয় বলে জানিয়েছেন তিনি।

যদিও ধর্মেন্দ্র সিংকে চেনেন না । অন্তত ঘনিষ্ঠ নয় । এমনটাই দাবী কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান।

সম্পর্কিত পোস্ট