Jayprakash Majumder Press Meet : আদি বনাম তৎকাল বিজেপির দ্বন্দ্বে শিলমোহর, গেরুয়া শিবিরকে তুলোধনা জয়প্রকাশ-রীতেশের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের আগে বলেছিল তৃণমূল, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির তত্ত্ব। আর ভোটের ফল প্রকাশের পর সেই তত্ত্বকেই যেন মান্যতা দিলেন জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিরা ৷
দল থেকে সাসপেন্ড হওয়ার পর অভিযোগ করলেন, বাইরে থেকে নেতা এনে বঙ্গ বিজেপির আদি নেতাদের গুরুত্বহীন করা হচ্ছে ৷ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহীদের কর্মসূচি ঘোষণা করলেন তাঁরা।
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ( Jayprakash Majumder Press Meet ) বলেন, ২ মে ফল ঘোষণার দিন বিধানসভা ভোটে হার বুঝতে পেরেই বিজেপি-র বড় বড় নেতারা বাংলা ছেড়ে পালাতে শুরু করেন। দিনের শেষে সাংবাদিক বৈঠকে উত্তর দেওয়ার সময় আমি ছাড়া কেউ ছিলেন না। ১১ জুন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি মুকুল রায় যখন তৃণমূলে ফিরে যান, তখন অন্য কোনও নেতাকে সামনে দেখা যায়নি। সাংবাদিকদের সামনে আমাকেই এগিয়ে দেওয়া হয়।
Jayprakash Majumder Press Meet
বঙ্গ বিজেপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতাদের তাদের আক্রমণ করে বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ( Jayprakash Majumder Press Meet ) বলেন, ‘‘কাচের ঘরে বসে যাঁরা অন্যদের দিকে ঢিল ছুড়ছেন, তাঁরা সাধারণ কর্মীদের থেকে দূরে সরে যাচ্ছেন। এখনও সময় রয়েছে। যদি আত্মকেন্দ্রিকতা ভুলে বর্তমান দায়িত্বশীলরা সাধারণ কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান, বাংলার মানুষের পাশে যান। তবে দল ঘুরে দাঁড়াতে পারবেন।’’
তিনি ( Jayprakash Majumder Press Meet ) বলেন, “সংখ্যালঘু মোর্চার প্রধান করা হয়েছে একজন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিকে। কিন্তু বাংলায় ৩০ শতাংশ ভোট যাঁদের রয়েছে সেই মুসলিমদের একজনও নেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাঁদের রাজ্য কমিটিতে রাখা হয়েছে তাঁদের রাজনৈতির অভিজ্ঞতা একেবারেই কম।”