৫০-৫০ ফর্মুলায় বিহারে লড়াই করবে জেডিইউ এবং বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  এমনিতেই এনডিএ জোটে থেকে ১৪৩ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এলজেপি। এবার ১২২ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে জনতা দল ইউনাইটেড। অন্যদিকে ১২১ টি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

নিজেদের বরাদ্দ আসনের মধ্যে ৭ টি আসন জীতেন রাম মাঞ্জির হিন্দুস্থানী আওয়ামী মোর্চাকে দেবে নীতিশ কুমারের দল। বিজেপি বিকাশশীল ইনসান পার্টির জন্য কতগুলি আসন বরাদ্দ করবে এখনও জানা যায়নি৷

গত সপ্তাহে মহাজোটের আসন বন্টন করেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। আসন বরাদ্দ নিয়ে সহমত না হওয়ায়  সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে আসে বিকাশশীল ইনসান পার্টি ৷ তারপর থেকেই নতুন জোটের সম্ভাবনা উদয় হয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/soumitra-chatterjee-a-veteran-actor-suffering-from-corona-is-worried/

২০১৫ এর বিহার বিধানসভা নির্বাচনে ১০১ টি আসনে লড়াই করেছিল জেডিইউ। ৭১ আসনে জয়লাভ করে নীতিশ কুমারের দল। অন্যদিকে ১৫৭ টি আসনে লড়াই করে মাত্র ৫৩ টি আসনে লড়াই করে বিজেপি।

আসন্ন ২০২০ এর বিধানসভা নির্বাচনে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় জোট থেকে সরে দাঁড়ায় এলজেপি। এবার জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছেন লজপা প্রধান চিরাগ পাসোয়ান। সব মিলিয়ে মহাজোটের বিরুদ্ধে লড়াইয়ে এনডিএ শিবিরের কোন রণনীতি কাজ করে? সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট