Jhalda Congress Councillor Murder : তপন কান্দু খুনে CBI তদন্তের নির্দেশ আদালতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঝালদা (Jhalda) কাণ্ডে সিবিআই (CBI)তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বারংবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে কলকাতা হাইকোর্টে তরফ এ নির্দেশ দেওয়া হয়েছে ৪৫ দিনের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটকে সমস্ত রিপোর্ট তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে।
Jhalda Congress Councillor Murder
ইতিমধ্যে পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আগামীকাল আরো বেশ কয়েকজনের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গিয়েছে।
Jhalda Murder Update : ভাসুর নয়, চক্রান্ত করেছেন IC, SP-র মত উড়িয়ে দাবি তপন কান্দুর স্ত্রীর
আজ সিবিআই তদন্তের দাবিতে হওয়া শুনানিতে এই বিষয়টি তোলেন অভিযোগকারীর আইনজীবী। তিনি বলেন, “গতকাল জেলার পুলিশ সুপার স্থানীয় থানার আইসি সঞ্জীব ঘোষকে ক্লিন চিট দিয়েছেন। পারিবারিক বিবাদ বলে দেখাতে চাইছেন এই হত্যাকে। সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই পুলিশ সুপারকেই কয়লা পাচার মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল।”
এরপরই বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।