Jhalda murder update : ঝালদা কাণ্ডে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঝালদার ( Jhalda murder update ) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের তদন্ত জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই (CBI)। তদন্তভার পেয়েই তারা জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সাসপেন্ড হওয়া ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ঝালদা থানার বিতর্কিত ওসি সঞ্জীব ঘোষকেও জেরা করে। এই সঞ্জীব ঘোষের দিকেই প্রথম থেকে আঙ্গুল তুলেছে মৃত কাউন্সিলরের পরিবার।
ঝালদার এসডিপিওকেও জেরা করে সিবিআই। এছাড়াও সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক, মৃত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গেও কথা বলেছে সিবিআই। এই ঘটনায় রাজ্য পুলিশ চারজনকে গ্রেফতার করেছিল। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ঝালদা আদালতে যান সিবিআই কর্তারা।
Pradhan Mantri awas Yojana 2022 : পরিসংখ্যান পেশ করে কেন্দ্রকে বঞ্চনার জবাব পঞ্চায়েত মন্ত্রীর
Jhalda murder update
তবে কিছু নিয়মতান্ত্রিক জটিলতার জন্য এদিন ওই চারজনকে হেফাজতে পায়নি সিবিআই। আগামীকাল সোমবার এই বিষয়টি নিয়ে জরুরী শুনানি হতে পারে আদালতে। এদিকে ঝালদা থানায় গিয়ে সংশ্লিষ্ট এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন সিবিআই কর্তারা।
তবে বেশকিছু গুরুত্বপূর্ণ ক্যামেরার ফুটেজ সিবিআইকে ( Jhalda murder update ) দিতে পারেনি পুলিশ। কারণ সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিকে মৃত তপন কান্দু ও তার ভাইপো মিঠুন কান্দুর ফোন পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই।
সূত্রের খবর তারা খুব দ্রুত ফোনগুলির ফরেনসিক টেস্ট করবে। তবে তদন্তে নেমে সিবিআই নিজে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। যদিও ঝালদা থানার আইসিকে এক প্রস্থ জেরা করায় পুলিশের ওপর চাপ বেড়েছে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।