Jhalda Murder Update : তপন কান্দু খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরুলিয়ার ঝালদা (Purulia jhalda) কংগ্রেস কাউন্সিলর(Congress Councilor) তপন কান্দুকে (tapan kandu) খুন করা হয়েছিল পরিকল্পনা করেই। এই হত্যাকাণ্ডকে ঘিরে গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। হাইকোর্ট(Highcourt) তদন্তের ভার দিয়েছিল সিটকে (SIT)।

Jhalda Murder Update কংগ্রেস কাউন্সিলর হত্যার কেস ডাইরি হাইকোর্টে জমা দেওয়ার আগে পুলিশ গ্রেফতার করল আরও একজনকে। শুক্রবার বোকারো থেকে তাকে  খুঁজে বের করা হয়। ধৃতের নাম কলেবর সিং।

পুলিশ অনুমান করছে খুনের ঘটনার পরই সে লুকিয়ে পড়েছিল পড়শি রাজ্যে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ বুঝতে পারছিল সে বারবার নিজের অবস্থান বদলাচ্ছে।

গত ১৩ মার্চ ঝালদা শহরের বাঘমুন্ডি রোডের(Baghmundi) উপর এবারের পুরভোট শহরের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। সেই দিনই আবার পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিলেন। পরবর্তীকালে মামলা হাইকোর্টে যায়।

LPG cylinder price hike : ফের দাম বাড়লো ২৫০ টাকা, আকাশছোঁয়া দাম সিলিন্ডারের

এর মধ্যে গত তিনদিন আগে কলকাতা হাইকোর্ট এই খুনের মামলা নিয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে কেস ডায়েরি তলব করেছিল। হাইকোর্টের কাছে সিবিআই (CBI) তদন্তের আরজি আগেই জানিয়েছিলেন তার স্ত্রী। আদালতের প্রশ্ন ছিল নিহত পরিবারের অভিযোগ না শুনে তদন্ত এগোচ্ছে কীভাবে?

Jhalda Murder Update

কয়েকদিন আগে একটি  অডিও ক্লিপ প্রকাশ করেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। সেখানে তিনি বলেন তখন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেয় আইসি। একই অভিযোগ মৃতের স্ত্রীরও। সোশ্যাল প্ল্যাটফর্মে এই অডিও ক্লিপ (Audio clip) প্রকাশিত হওয়ায়  রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

পুলিশ সূত্রের খবর বুধবার রাতেই আইসিকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত থানায় কাজ করবেন এসডিপিও সুব্রত দেব। Jhalda Murder Update  , এর আগে আরেক ভাইপো দীপক কান্দুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি ভোটের কিছুদিন আগেই তৃণমূল থেকে কংগ্রেসে যান।

অনেকে মনে করছেন যেহেতু সিটের শুক্রবার দুপুর দুটোর মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে তপন কান্দু হত্যার কেস ডাইরি জমা দেওয়ার কথা তাই হয়তো আদালতের নালিশ এড়াতে সিটের এই গ্রেফতারের নাটক করছে।

সম্পর্কিত পোস্ট