“যা দেখেছি ভুলতে পারছি না, বারবার ডাকছে পুলিশ…” সুইসাইড নোটে কাকে নিশানা তপন কান্দু খুনে আত্মঘাতী প্রত্যক্ষদর্শীর?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঝালদার (Jhalda) সদ্যনির্বাচিত কংগ্রেস  কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনা রাজ্যে যথেষ্ট  আলোড়ন সৃষ্টি করেছিল। খুনের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হল।

এই অস্বাভাবিক মৃত্যুর পর গোটা এলাকার  মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরঞ্জন বৈষ্ণবের পরিবার পুলিশের ওপর অভিযোগ তুলেছে। তারা বলছে, তপন কান্দু খুনের ঘটনায় নিরঞ্জন বৈষ্ণবের উপর নাকি পুলিশ চাপ সৃষ্টি করেছে। এদিকে কংগ্রেস বুধবার অর্ধদিবস বনধের ডাক দিয়েছে ঝালদায়। বনধ চলবে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত।

পুরবোর্ড গঠনের আগে ঝালদায় প্রায়ই অশান্তি লেগে থাকে। সূত্রের খবর, নিরঞ্জন বৈষ্ণব তপন কান্দুর খুব ঘনিষ্ঠ ছিলেন। খুনের ঘটনার তিনি সাক্ষী ছিলেন।  ঝুলন্ত দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোট যাতে লেখা রয়েছে মানসিক  অবসাদগ্রস্ত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।

Dowry INC : পণপ্রথার সুফল নার্সিং-এর পাঠ্যবইতে , শিক্ষামন্ত্রীকে নালিশ মহিলা কমিশনের

পুলিশ জানাচ্ছে, খুনের বিষয় নিয়ে সময় অসময় নিরঞ্জনকে ডাকা হত।লাগাতার জেরা করা হতো তাকে। তার পরিবারের মতে এই ঘটনার ফলে হয়ে  বিধ্বস্ত পড়েছিলেন নিরঞ্জন বৈষ্ণব।

ভোর ৬টায় তিনি তার ঘরে ঢোকেন। দুপুর গড়াতেই তার ঝুলন্ত দেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। তপন কান্দু খুনের ঘটনার দায়ভার সিবিআই এর উপর। ইতিমধ্যেই সিবিআই তার দাদাকে গ্রেপ্তার করেছে এবং তার ভাইপোকে হেফাজতে নিয়েছে।

সম্পর্কিত পোস্ট