ঘরে বসে হিংসা করলেই হবে না, কুলটি এসে দেখে যান আমজনতাকে কী উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী, বাবুলকে তোপ জিতেন্দ্র তেওয়ারির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বাবুল সুপ্রিয় ঘরে বসে হিংসা করে বললেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

আসানসোলের কুলটি জলপ্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগেই উদ্বোধন করেছেন । এরই মধ্যে প্রায় ৫০০০ বাড়ীতে জলের পাইপ লাইন কানেকশন দেওয়া হয়েছে। তার মধ্যে কাজে ব্যাঘাত ঘটে করোনা ভাইরাসের জেরে লকডাউন। তার ফলে কাজ বন্ধ হয়ে পড়ে।

কিন্তু এবার লকডাউন থেকে আনলক ওয়ান চলছে। তাই আজ আসানসোল কর্পোরেশনের মেয়র জীতেন্দ্র তেওয়ারী নিজে কুলটি জলপ্রকল্প রীজার্ভারের শুইচ টিপে পুনরায় কাজ চালু করেন।

এদিন মেয়র জীতেন্দ্র তেওয়ারী আরো বলেন “লকডাউনের আগে ৫০০০ বাড়ীতে জলের কানেকশন দেওয়া হয়েছিল। আজ থেকে জল পৌছানো শুরু হয়েছে বাকী ২৭০০০বাড়ীতে। কাল থেকে নতুন কানেকশন শুরু হচ্ছে। সামাজিক দুরত্ব মেনে কাল থেকে কাজ চালু হবে।”

এবার করোনা আক্রান্ত ন্যাশানাল মেডিকেল কলেজের চিকিৎসক

কুলটি জল প্রকল্প পরিদর্শন করতে এসে সরাসরি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে তোপ দেগে বলেন, ফেসবুক ও টুইটারে কুলটি জলপ্রকল্প নিয়ে অনেক কটু মন্তব্য করে ছিলেন বাবুল সুপ্রিয়। করোনাভাইরাসের জেরে লকডাউনে অনেক দিন রেস্ট করেছেন উনি। স্বাস্থ্য ভালো হয়েছে । আর এখানে করোনার ভয় আসানসোলে নেই। একবার এসে দেখে যান আসানসোল কুলটি মানুষ কে. কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । ঘরে বসে হিংসা করলে হবেনা।

তিনি আরও বলেন, এধরনের কাজের জন্য আসানসোলকে, কুলটিকে, বাংলাকে ভালোবাসতে হবে। আমাদের দুর্ভাগ্য যে কোনকাজ না করে দু বার সাংসদ হয়েছে দু লক্ষ ভোটে জেতার অহংকার আছে । যতোই প্রভাবশালী ব্যক্তি হোক না কেনো অহংকার যখন খুব বেশী বেড়ে যায় তখন মানুষ শাস্তি দিয়ে দেয়।

মেয়রের কথায়, আমাদের ভালো লাগছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কুলটির মানুষকে প্রতিশ্রতি দিয়েছিলেন তা পুরন হচ্ছে মানুষের বাড়ীতে জল পৌছে যাচ্ছে ।এটা দেখে ভালো লাগছে। যারা হিংসা করার হিংসা করুক। আমরা কাজ করার কাজ করবো

সম্পর্কিত পোস্ট