মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। নিয়মানুযায়ী ক্ষমতায় আসতে হলে দরকার পড়ে ২৭০ টি ইলেকটোরাল ভোটের। এদিন ২৭৩ টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করলেন জো বাইডেন।
#BREAKING Biden elected US president: networks pic.twitter.com/4cVoGqgWnU
— AFP news agency (@AFP) November 7, 2020
এদিন শুরু থেকেই পেনিসেলভিনিয়ার দিকে তাকিয়ে ছিলেন জো বাইডেন এবং তাঁর সমর্থকরা। পেনিসেলভিনিয়ার ২০ টি ইলেকটোরাল ভোট দখল করাই ছিল তাঁদের প্রধান লক্ষ্য। আর সেই পেনিসেলভিনিয়াই জো বাইডেনের পক্ষে গিয়ে জয় এনে দেয়। শনিবার সকাল থেকেই ট্রাম্পের তুলনায় ৪১ লক্ষ ভোটে এগিয়ে ছিলেন জো বাইডেন।
অন্যদিকে একের পর এক প্রদেশে ইলেকটোরাল ভোট হারের পর পুণরায় গণনার দাবীতে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রক্রিয়ায় ডেমোক্র্যাটরা চুরি করছে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। কিন্তু শেষরক্ষা হল না। দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধিকার থেকে বঞ্চিত হলেন ট্রাম্প। কিন্তু শেষ মুহূর্তেও কটাক্ষ করতে পিছপা হলেন না তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর জো বাইডেন বলেন, মানুষ আমার এবং কমলা হ্যারিসের ওপর আস্থা রেখেছে, তাতে আমরা নিজেদের ধন্য মনে করছি। একাধিক বাধা কাটিয়ে বিপুল সংখ্যক ভোট দিয়েছেন। এতেই আমেরিকার হৃদয়ে গণতন্ত্রের কম্পন অনুভূত হচ্ছে। ক্ষত সারিয়ে আমেরিকাকে একজোট হওয়ার কথা জানান তিনি।
#BREAKING Trump says Biden ‘rushing to falsely pose’ as US election winner, after network projections pic.twitter.com/NjLnv64Wzz
— AFP news agency (@AFP) November 7, 2020
এই প্রথমবার জো বাইডেনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে কমলা হ্যারিস লেখেন, এবারের আমেরিকার নির্বাচনের সঙ্গে আমেরিকার আত্মা জড়িয়ে রয়েছে তাই এবারের নির্বাচনের গুরুত্ব সবথেকে বেশী। নতুন পথ চলার জন্য আমেরিকা সমস্ত মানুষকে আহ্বান জানান তিনি।
This election is about so much more than @JoeBiden or me. It’s about the soul of America and our willingness to fight for it. We have a lot of work ahead of us. Let’s get started.pic.twitter.com/Bb9JZpggLN
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020