ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার জো বাইডেনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিভাজনের রাজনীতি নয়, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর আমেরিকাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন জো বাইডেন। বিশ্বের দরবারে আমেরিকাকে ফের সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে জো বাইডেন লেখেন, আমেরিকা, দেশ পরিচালনার জন্য আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। কাজটা সহজ নয়। তব প্রতিজ্ঞা করছি আমি সকলের প্রেসিডেন্ট। আমার ওপর যে বিশ্বাস আপনারা দেখিয়েছেন তা রাখবই।

শনিবার ইলেকটোরাল ভোটের ম্যাজিক ফিগার ২৭০ পার হওয়ার পর রবিবার সকালে  ডেলাওয়ারের উইলমিংটনে ভাষণ দেন জো বাইডেন। মঞ্চে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত কমলা হ্যারিস। সেখানেই তিনি বলেন ডেমোক্র্যাটদের নীল রঙ বা রিপাবলিকানদের লাল রঙ – কোনওটাকেই আলাদা করে প্রাধান্য দিতে চাইছেন না তিনি। বরং আমেরিকাকে এক রাষ্ট্র হিসাবে দেখার কথা জানিয়েছেন তিনি।

সারা বিশ্বে করোনা পরিস্থিতির কারণে ধুঁকতে থাকা অর্থনীতিকে টেনে তোলাই এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য, জানালেন জো বাইডেন। তিনি বলেন, আমেরিকার ক্ষত ঠিক করার সময় চলে এসেছে। ফের একবার ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে।

মার্কিন প্রদেশে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা সারা বিশ্বে আমেরিকার আলাদা ছবি তৈরি করেছিল। নির্বাচনী ফলাফল ঘোষণা হতে দেখা গিয়েছে বিপুল পরিমাণে সংখ্যালঘু ভোট পেয়েছেন বাইডেন। শনিবার জয়ের পর অ্যাফ্রো আমেরিকানদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিন কমলা হ্যারিস বলেন, এই অফিসে প্রথম হলেও তিনি শেষ মহিলা নন। আজও প্রত্যেক ছোট মেয়ে জানে তা করে দেখানো সম্ভব জানিয়েছেন কমলা। আমেরিকার অ্যাফ্রো আমেরিকান মহিলাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জয়ী হন ৭৭ বছর বয়সী জো বাইডেন। মার্কিন প্রদেশে সব চেয়ে বেশী বয়সে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হলেন জো বাইডেন। সেইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করে নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

সম্পর্কিত পোস্ট