৩ দিন ব্যাপী জয় জোহার মেলা শুরু, করোনার থাবা কাটিয়ে ব্যবসায়ে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকারের উদ্যোগে ধূপগুড়িতে শুরু হল তিনদিন ব্যাপী জয় জোহার মেলা।পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং ধূপগুড়ি ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের গোঁসায়েরহাট ফরেস্ট বস্তি ময়দানে জয় জোহার মেলার সূচনা হল।
পয়লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানা যায়।প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।মূলত আদিবাসী জনজাতির কৃষ্টি সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার প্রদান করা হয়, পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের সাইকেল ছাত্র ছাত্রীদের দেওয়া হয়,এছাড়াও জাতিগত শংসাপত্র,মহিলাদের সেলাই মেশিন,মশারি তুলে দেওয়া হয়।
Saraswati Pujo 2022 : খুলছে স্কুল, শেষ মুহুর্তে বাগদেবীর আরাধনায় প্রস্তুতি শুরু শিক্ষাঙ্গনে
মেলা প্রাঙ্গণে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং মেলার শেষদিন ৩রা ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধূপগুড়ির বিডিও শঙ্খদ্বীপ দাস,আইসি সুজয় তুঙ্গা,ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার,উত্তরবঙ্গ উন্নয়ণ পর্ষদের সদস্যা মিতালী রায়,ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিককারিরক সহ অন্যন্যরা।