করোনা কড়া চোখরাঙানি, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল IIT-JEE

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   চলতি মাসের ২৭, ২৮, ২৯, ৩০ এই চারদিন হওয়ার কথা ছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে তা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন ১৫ দিন আগে জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে।

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। সংক্রমনের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি গুজরাট। গতবছর কোভিদ রুখতে কড়া লকডাউন চলছিল গোটা দেশজুড়ে।যার জেরে বাতিল হয়ে গিয়েছিল একাধিক পরীক্ষা।

এবারে প্রথমে মহারাষ্ট্র সরকার দ্বাদশ ও দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল। তারপর উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে CBSE দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাতিল করা হয় স্নাতকোত্তর মেডিকাল নিট পরীক্ষা। কেন্দ্রীয় বিজ্ঞপ্তি দিয়ে ICSE ও ISC  বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়।

বাড়ছে করোনা, বেসরকারি হাসপাতালের বেড বৃদ্ধিতে টাস্কফোর্স গঠন স্বাস্থ্য দফতরের

এদিন রমেশ পোখরিয়াল টুইট করে জানান, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরামর্শ নেওয়া হয়েছে। এপ্রিল মাসের পর্বটি পিছিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করাই কেন্দ্রের মূল উদ্দেশ্য। আগামী দিনে তাদের ভবিষ্যৎ গঠনে কোনো রকম বাধা যাতে না আসে সেটা সুনিশ্চিত করায় কেন্দ্রের অন্যতম লক্ষ্য।

ইতিমধ্যে করোনার সংক্রমণ রোধে মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাটে কড়া পদক্ষেপ নিয়েছে সেখানকার সরকার। তা সত্ত্বেও রোখা যাচ্ছেনা করোনার চোখরাঙানি।

গত ২৪ ঘন্টায় দেশে মোট করণা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০জন । এটি সর্বকালের সর্বাধিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫০১ জনের।এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯।

সম্পর্কিত পোস্ট