যোগী রাজ্যে খুন আরও এক সাংবাদিক
দ্য কোয়ারি ডেস্ক:সাংবাদিক তাড়া করে খুন করে মারে আততায়ীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
রাজধানী দিল্লি থেকে ২৬০ কিলোমিটার দুরে বালিয়া জেলার বাসিন্দা বছর ৪২ এর রতন সিং। লোকাল একটি সংবাদমাধ্যমে কাজ করতেন তিনি।
সোমবার রাত ৯ টা নাগাদ তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। রতনের বাবা বিনোদ সিং সংবাদমাধ্যমের কাছে বলেন, জমি সংক্রান্ত কোনও বিবাদ ছিল না। আপনারা প্রয়োজন হলে ঘটনাস্থলে গিয়ে দেখে আসতে পারেন।
পুলিশের দাবী জেলার একটি ছোট্ট শহরে বাস ছিল রতনের। কিন্তু গত কয়েক বছর ধরে তাঁর গ্রামের বাড়ির জমি নিয়ে কিছুদিন ধরে বিবাদ চালু ছিল। সোমবার রাতে যা চরম আকার নেয়।
পরে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়। আজমগড় রেঞ্জের ইনস্পেক্টর সুভাষ দুবে জানিয়েছেন, রতনের জায়গায় জোর করে জবরদখল করার চেষ্টা করে অভিযূক্তরা।
ওই জায়গায় পাঁচিল তুলতে গেলে বাধা দেয় রতন। তখনই শুরু হয় বচসা। সেখানেই খুন হয় রতন। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস।
সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গত মাসেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একজন সাংবাদিককে খুনে ঘটনায় গোটা রাজ্যজুড়ে আতঙ্ক তৈরি হয়।
বিক্রম যোশী নামের সাংবাদিককে তার দুই মেয়ের সামনেই গুলি করে হত্যা করা হয়। একের পর এক হত্যার ঘটনায় প্রশ্ন উঠছে যোগী আদিত্যনাথ সরকারের ভুমিকা নিয়ে।
রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক করার কথা তিনি বলেছিলেন তা আদতে কতটা হচ্ছে? প্রশ্ন তুলছে উত্তরপ্রদেশের মানুষ