বঙ্গ সফরে নাড্ডা, সহভোজের আয়োজন ঘিরে প্রস্তুতি তুঙ্গে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে জোরকদমে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। আজ মালদা সফরে জগত প্রকাশ নাড্ডা। ইংরেজবাজার পৌঁছে তার প্রথম যাওয়ার কথা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম এবং শাকসবজি চাষ করবেন তিনি। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন নাড্ডা।
দুপুরে সাহাপুর মাঠে কৃষকদের সঙ্গে ভোজন সরার কথা রয়েছে তাঁর। দুয়ারে দুয়ারে বিজেপি যে অন্ন সংগ্রহ করছে সেই অন্ন দিয়েই রান্না হবে। এরপর মালদার অফিস মোড় থেকে রোড শো শুরু হবে। আড়াই হাজার চাষীর সঙ্গে দেখা করে আলোচনা করবেন তিনি।
কৃষকদের সঙ্গে সভার পরেই রোড শো সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
কৃষকদের সঙ্গে জেপি নাড্ডার সহভোজ কর্মসূচি উপলক্ষে বিশাল আয়োজন চলছে। আড়াই কুইন্টাল আতপ চাল এবং মুগের ডাল দিয়ে তৈরি করা হচ্ছে খিচুড়ি। সঙ্গে থাকছে পাঁচমিশালী তরকারি।
৩০ জন পুরুষ ও মহিলা কোমর বেঁধে সেই রান্নার কাজে লেগে পরেছেন সকাল থেকেই। যারা রান্না করছেন প্রত্যেকেই চাষী প্রত্যেকেই নিজেদের বাড়ির অল্প অল্প ফসল তুলে এনে এই আয়োজন শুরু করেছেন।