বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের গুঞ্জন, দিলীপকে তলব নাড্ডার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তলব সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার। হঠাৎ তলবের কারণ কি?
বিজেপি সূত্রের খবর, কিছুদিন আগে দিলীপ বাবুর বিতর্কিত মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে বেশ সোরগোল পড়ে যায়। সেই অভিযোগ গিয়ে পড়ে সোজা সর্বভারতীয় সভাপতির ঘরে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা অভিযোগের ভিত্তিতেই কি ডাকা হল বিজেপির রাজ্য সভাপতিকে।
উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সেই গুঞ্জনে বারবারই জল ঢেলেছেন বিজেপি নেতৃত্ব।
রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক সম্মেলনে দিলীপবাবুকে পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তার বুকে পা দিয়ে রাজনীতি করব।”
আর এই মন্তব্যের রিপোর্ট জমা পড়তেই বেজায় চটেছে শীর্ষ নেতৃত্ব৷ বরাবরই বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে থাকা দিলীপ ঘোষকে সতর্ক করতে কী দিল্লি তলব করা হল?
যদিও দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, গত মাসের দলীয় বৈঠকের সময় জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দিলীপবাবু। কিন্তু সেবার সর্বভারতীয় সভাপতির তরফে সময় পাওয়া যায়নি।
তাই এবার দিলীপ বাবুর সঙ্গে জেলার এবং বিধানসভার প্রস্তুতি নিয়ে বৈঠক করতেই ডেকে পাঠান জেপি নাড্ডা।