রাজনীতির চাপানউতোরের মাঝেই করোনা আক্রান্ত জেপি নাড্ডা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চায় রয়েছেন তিনি। তাঁকে ঘিরে রাজ্য বনাম কেন্দ্রের চর্চা সারা দেশে ছড়িয়েছে। রবিবার নিজেই করোনা আক্রান্তের খবর টুইট করে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তিনি লেখেন, তাঁর শরীরে প্রাথমিক লক্ষনগুলি ধরা পড়ে। এরপর পরীক্ষা করলে সেই রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েকদিন যারা সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

গত ১০ এবং ১১ ডিসেম্বর দুই দিনের বাংলা সফরে আসেন সর্বভারতীয় বিজেপি সভাপতি৷ প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর এবং দ্বিতীয় দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দলীয় কর্মসুচী সারেন।

এরই মধ্যে ১১ ডিসেম্বর জেপি নাড্ডার ডায়মন্ড হারবারের দলীয় কর্মসুচীকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ, জেপি নাড্ডার কনভয়ে হামলা চলে। আহত হন বেশ কয়েকজন বিজেপি নেতা। রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে কেন্দ্র।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/partha-chatterjee-rajib-banerjee-prashant-kishore-meeting-today/

পরে কেন্দ্রের তরফে মুখ্যসচীব, রাজ্য পুলিশের ডিজিকে তলব করা হয়। ডেপুটেশনে নাড্ডার নিরাপত্তায় নিযুক্ত তিন আইপিএস অফিসারকে তলব করা হয়। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় নেতৃত্ব।

পাল্টা সুর চড়ায় তৃণমূল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, সমস্ত আইপিএস এবং আইএএস অফিসারদের ভয় দেখানো হচ্ছে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্যনীতি৷  আর ঠিক সেই সময়েই করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

সম্পর্কিত পোস্ট