রণক্ষেত্র ডায়মন্ড হারবার ! তূৃণমূল চালচোর, এই সরকারকে উপড়ে ফেলে দিন-বার্তা নাড্ডার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুদিনের রাজ্য সফরে ফের কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার তিনি ডায়মন্ড হারবারেের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই জনসভায় যোগ দেন তিনি।

জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, “আজ এখানে পৌঁছাতে পেরেছি শুধুমাত্র মা দুর্গা ছিলেন বলে।  তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের আটকানোর কোনো রকম চেষ্টা কসুর করেনি। এই গুন্ডারাজ এর পতন অবশ্যম্ভাবী ।”

তিনি বলেন, ” আজ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকলে কি অবস্থা হতো সেটা জানিনা। এখানকার বিজেপি কর্মীদের কি অবস্থা আজকে থেকেই সেটা আন্দাজ করতে পারছি। ”

সরাসরি তিনি এদিন জনসভা থেকে তৃণমূলকে চাল চোর বলে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চাল চোর, ত্রিপল চোর। আম্ফানের টাকা চুরি হয়েছে কিনা তা এখনও তদন্ত হয়নি। তবে অডিট করতে বলা হয়েছে। সুপ্রিমকোর্টে কেন গেছেন মমতা দিদি? কারণ চুরি ধরা পড়ে যাবে বলে। কৃষকদের আন্দোলন নিয়ে তিনি এদিন রাজ্য কে কাঠগড়ায় তোলেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-is-not-a-party-of-hindus-it-is-a-party-of-capitalists-firhad/

ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি জনসভা করেন, সেটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, এখানকার সাংসদকে পার্লামেন্টে দেখাই যায় না। পাশাপাশি এদিন কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করতে তিনি ছাড়েননি।

তিনি বলেন, খুব তাড়াতাড়িই এরাজ্য থেকে এই সরকার উৎখাত করা হবে। এখানে পদ্মফুলের জয় জয়কার হবে। পুলিশ রাজনীতিতে তুরুপের তাস । প্রশাসন বলে কিছু নেই। রাজনীতির চক্রব্যূহে আবদ্ধ।

ডায়মন্ডহারবারে বিক্ষোভের মুখে নাড্ডাঃ

প্রসঙ্গত এদিন ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকল, সরিষা সহ একাধিক জায়গায় বিজেপি নেতৃত্বদের গাড়ি আটকানো হয়। চরম বিক্ষোভের মুখে মধ্যে পড়েন তাঁরা ।

কনভয় লক্ষ্য করে ছোড়া হয় ইঁট, বলে অভিযোগ। ভাঙচুর করা হয় সংবাদমাধ্যমের গাড়িও। কেন্দ্রীয় নেতা এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে সামনের কাঁচ ভেঙে গিয়েছে। তাঁর ড্রাইভারের দিকে গাড়ির কাঁচ ভেঙে পাথর গাড়ির ভিতরে ঢুকে আসে।

বিজেপি নেতাদের অভিযোগ, ইঁটের আঘাতে একজন বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে। পুলিশ ও বিজেপি কার্যকর্তাদের তাদের বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

সরিষাতে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল। জানা গেছে শাসকদলের কর্মী-সমর্থকরা বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবার সংলগ্ন এলাকায় দলীয় পতাকা এবং ব্যানার লাগানোকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির মন্ডল সভাপতি ও এক কর্মীর সঙ্গে।

তাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।  গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তা ক্রমশ প্রকাশিত হচ্ছে বিজেপির একের পর এক নির্বাচনকে কেন্দ্র করে কর্মসূচীকে দেখেই।  বিজেপিকে প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একের পর এক গৃহীত প্রকল্প থেকে।

ডায়মন্ডহারবারে বিজেপির সভার মধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে তিনি কি কি কাজ করেছেন সেই রিপোর্ট প্রকাশ করেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

প্রত্যেকেই এই চোখে চোখ রেখে ২০২১ এর নির্বাচনী লড়াই করার কথা ঘোষণা করেন।  ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জমি ছাড়তে নারাজ কেউই । টানটান উত্তেজনায় আপাতত জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান।

সম্পর্কিত পোস্ট