বাংলা দখলের হুশিয়ারি নাড্ডার, কতটা তৈরি বঙ্গ বিজেপি?

শুভজিৎ চক্রবর্তী

লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলাকে লক্ষ্য করে মাঠে নেমেছে বিজেপি। সেইমতো নতুন কমিটি গঠন করে একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার ভার্চুয়াল র‍্যালির মাধ্যমে দলীয় কর্মীদের আরও চাঙা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন ভার্চুয়াল র‍্যালি থেকে বাংলার বর্তমান রাজ্য সরকারকে উৎখাত করার ডাক দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, কমলের ওপর বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে। তাতে করেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ব্যাপক ফলাফলের পর থেকেই বঙ্গ রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে৷ তৃণমূলের বাঘা বাঘা নেতারা বিজেপিতে যোগ দেন।

সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাতে পদ্ম শিবিরের হাল শক্ত হলেও সমস্যা নতুন করে তৈরি হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/withdrawal-of-lockdown-on-12-september-change-of-decision-of-the-chief-minister-for-the-convenience-of-the-candidates/

তৃণমূল থেকে বিজেপিতে আসা নতুন সদস্যদের সঙ্গে বিজেপি পুরাতন সদস্যদের মধ্যে ব্যালেন্স করতে গিয়েই একাধিক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তার ওপর বিজেপি একেবারে নতুন সদস্য নির্বাচন করতে গিয়ে অনেক জায়গায় মিসম্যানেজমেন্ট হচ্ছে। যার ফলে গেরুয়া শিবিরের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে।

এখন প্রশ্ন হল এই সব কাটিয়ে উঠে রাজ্যের এই মুহুর্তের শক্তিশালী বিরোধী দলের কাছে কোন বিষয়টা আগে প্রাধান্য পাবে? খুব সহজ করে বলতে গেলে আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে লড়তে গিয়ে কোন ইস্যু গুলোকে সামনে রাখতে চলেছে গেরুয়া শিবির। শুধুমাত্র আমফান, করোনা মোকাবিলা? নাকি সেই জায়গায় থাকবে শিল্প এবং কর্মসংস্থানের কোনও প্রতিশ্রুতি।

এই মুহুর্তে সারা দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দুষতে এক ইঞ্চি জমি ছাড়েননি রাহুল গান্ধী। সংসদের ভিতরে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় তীক্ষ স্বরে ভাষণ দিয়েছেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

এবার প্রদেশ কংগ্রেসের দায়িত্বে অধীরের প্রত্যাবর্তন গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই বিষযে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। প্রথমত, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তরফে ওঠা কোনো অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তিনি।  বিজেপির বাংলা দখলের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, দখল শব্দের মানে জানে ওরা? এটা বাংলা। অন্য কোনো রাজ্য না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়। তাই তারা তৃণমূল সরকারকে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই ভোট দেবে।

সম্পর্কিত পোস্ট